সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগের দিন এ ভাবে পাড়ায় তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান শিবির? দেখেই খেপে গেলেন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। মঞ্চে তো উঠলেনই না। পরে দলীয় কর্মীদের ধমক সেই খুলিয়েও নিলেন সেই মাইক।
রবিবার বালির সাপুইপাড়া এলাকায় রক্তদান উৎসবের আয়োজন করেছিল তৃণমূল। কুমিল্লাপাড়া পল্লিমঙ্গল সমিতির মাঠে হচ্ছিল তা। সেই উপলক্ষে সকাল থেকেই মাইক বাজানো হচ্ছিল এলাকায়। রক্তদান শিবিরের কর্মসূচিতে গিয়ে ওই মাইক বাজানো দেখেই রেগে যান ডোমজুড়ের বিধায়ক কল্যাণ। স্পষ্ট জানিয়ে দেন, মাইক না খুললে তিনি বেরিয়ে যাবেন। মাইক বাজানো যাবে না বলে সিদ্ধান্ত হওয়ার পরেও কেন মাইক বাজানো হল, তা জানতে চান দলীয় কর্মীদের কাছে। এর পর নিজে দাঁড়িয়ে থেকেই সমস্ত মাইক খোলাতে দেখা যায় বিধায়ককে।
কল্যাণ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, পরীক্ষার সময় মাইক বাজানো যাবে না। ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে, তা লক্ষ রাখা হবে।’’