মৎস্যজীবীদের সমবায়ে অচলাবস্থা নিয়ে বিভাগীয় মন্ত্রীকে আক্রমণ করে বসলেন শাসক তৃণমূল কংগ্রেসের বিধায়কই। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে বৃহস্পতিবার রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় বিরক্তির সঙ্গে মৎস্যজীবীদের সমবায়ে নির্বাচন না-হওয়া নিয়ে মন্ত্রীর সমালোচনা করেন। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর উপস্থিতিতেই তিনি বলেন, ‘‘অপদার্থ মন্ত্রী!’’ তাতেই শোরগোল পড়ে যায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তখনই আপত্তি করে বলেন, ‘‘আপনি এটা বলতে পারেন না। প্রত্যাহার করে নিন।’’ পরে বিধায়ক মন্ত্রীর সঙ্গে দেখা করে ওই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)