Advertisement
০৫ মে ২০২৪
Abhishek Banerjee

২৫ দিন পরে কলকাতায় অভিষেক, চিকিৎসা পর্ব শেষে ফিরলেন আমেরিকা থেকে, যাদবপুর-প্রশ্নে চুপ

কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৬ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন তিনি। রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ সপরিবার ফেরেন শহরে।

A Photograph of TMC leader Abhishek Bnaerjee

কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৩ ১৯:৫৩
Share: Save:

২৫ দিন পর চিকিৎসা শেষে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৬ জুলাই রওনা দিয়েছিলেন আমেরিকার উদ্দেশে। চোখের চিকিৎসার জন্য দুবাই হয়ে আমেরিকায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফিরলেন রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ। কালো টি শার্ট ও ডেনিম জিন্স পরে কন্যা আজানিয়ার হাত ধরে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে বের হতে দেখা যায়। বিমানবন্দর থেকে সোজা কালীঘাটের বাড়িতে চলে যান তিনি।

আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের পরীক্ষা হয়েছে গত ৮ অগস্ট। এর আগে ওই হাসপাতালেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল। অভিষেকের ঘনিষ্ঠারা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযাযী ছ’মাস পরে আবার তাঁকে চোখ পরীক্ষা করানোর জন্য ওই হাসপাতালে যেতে হতে পারে। রবিবার সপরিবারেই কলকাতায় ফিরেছেন তিনি। সংবাদমাধ্যমের উদ্দেশে হাত নাড়লেও, কোনও কথা বলেননি অভিষেক। তাঁর ঘনিষ্ঠমহল জানাচ্ছে, দীর্ঘ বিমানযাত্রার কারণে ক্লান্তি রয়েছে তাঁর। তাই বিমানবন্দরে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। যাদবপুর-সহ নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলেও, কোনও উত্তর দেননি ডায়মন্ডহারবারের সাংসদ। হাসিমুখে হাত নেড়েছেন শুধু।

৮ অগস্ট আমেরিকার হাসপাতালে তাঁর চোখের চিকিৎসা হয়েছিল। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গিয়েছিল, আমেরিকার হাসপাতালে চিকিৎসকের সঙ্গে বসে কথা বলছেন তিনি। তখনই তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, অগস্ট মাসের মাঝামাঝি সময়ে কলকাতায় ফিরবেন অভিষেক।

চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগেই ২১ জুলাইয়ের সমাবেশ থেকে দুটি বড় কর্মসূচির ঘোষণা গিয়েছিলেন তিনি। ৫ অগস্ট রাজ্যের কর্মসূচির পাশাপাশি ২ অক্টোবর দিল্লিতে কৃষি ভবন ঘেরাও অভিযানের ঘোষণা করেন অভিষেক। অভিষেক ফিরে আসার পরে তৃণমূল নেতৃত্ব দিল্লির কর্মসূচির প্রস্তুতিতে নজর দেবে বলে জানিয়েছিল। এখন অভিষেক ফিরে আসায় সেই প্রস্তুতি শুরু হয়ে যেতে পারে। ১০০ দিনের কাজের টাকা-সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পের অর্থ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে অভিযোগ তুলে দিল্লিতে কৃষি ভবনে বাইরে ধর্না কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee tmc leader
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE