Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kalyan Banerjee

ডিএ প্রশ্নে পরামর্শ আছে, তবে রাজ্য সরকারকে তা দিতে চান না তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ

রাজ্যের তৃণমূল সরকারের উপর তাঁর অভিমানের কথাও গোপন করেননি কল্যাণ। রাজ্য সরকারের ‘বড় বড়’ কৌঁসুলিরা কেন এই পরামর্শ রাজ্য প্রশাসনকে দিচ্ছে না, তা নিয়ে বিস্ময়প্রকাশ করেন তিনি।

TMC MP Kalyan Banerjee said in Calcutta High Court that he does not to give any suggetion about DA hike agitation to West Bengal govt

রাজ্যের তৃণমূল সরকারের উপর ‘অভিমান’ কল্যাণের। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৭
Share: Save:

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতার দাবি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডিএ নিয়ে তাঁর সুনির্দিষ্ট কিছু প্রস্তাব থাকলেও এ বিষয়ে রাজ্য সরকারকে কোনও পরামর্শ দিতে চান না বলেও জানিয়েছেন কল্যাণ। এ ব্যাপারে রাজ্যের তৃণমূল সরকারের উপর তাঁর অভিমানের কথাও গোপন করেননি তিনি। রাজ্য সরকারের ‘বড় বড়’ কৌঁসুলিরা কেন এই পরামর্শ রাজ্য প্রশাসনকে দিচ্ছেন না, তা নিয়ে বিস্ময়প্রকাশ করেন তিনি। শ্রীরামপুরের সাংসদের কথায়, “রাজ্যকে এ নিয়ে আমি কোনও পরামর্শ দেব না। তাদের এখন অনেক বড় বড় আইনজীবী রয়েছেন। জানি না কেন তাঁদের বুদ্ধিতে এ সব আসছে না!”

বুধবার কলকাতা হাই কোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জমি সংক্রান্ত একটি মামলার শুনানির সময় কল্যাণ ডিএ প্রসঙ্গ তোলেন। রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি নিয়ে কল্যাণের প্রশ্ন, “তা হলে রাজ্যের বিধায়কেরা কেন্দ্রীয় হারে কেন ভাতা পাবেন না?” তিনি এ-ও বলেন যে, “মহার্ঘ ভাতার দাবিতে মূল্যবৃদ্ধির যুক্তি দেওয়া হচ্ছে। এ তো সকলের সমস্যা। বিধায়কেরাও একই সমস্যার সম্মুখীন।” বিচারপতি বসুর কাছে কল্যাণ জানতে চান, সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো হাই কোর্টের বিচারপতিরাও সমান হারে ডিএ পাবেন কি না। তবে স্বগতোক্তির ভঙ্গিতে কল্যাণ এ সব বললেও বিচারপতি বসু এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE