Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Prasun Banerjee

রাজীব জিতলে খুলে ফেলবেন সাংসদের জার্সি, চ্যালেঞ্জ প্রসূনের

প্রসূন সোমবার বিজেপিতে যোগ দিয়েই জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া নিয়েও রাজীবকে কটাক্ষ করেন।

তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্য়োপাধ্যায়।

তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্য়োপাধ্যায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১০
Share: Save:

সদ্য বিজেপি-তে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়লেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রাক্তন জাতীয় ফুটবলার বলেন, ‘‘রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে হারিয়ে দেখাক। পারলে, আমার জার্সি মানে সাংসদের জার্সি গা থেকে খুলে ফেলে দেব।’’

ফুটবলারচিত মেজাজে রাজীবকে চ্যালেঞ্জ ছুড়ে অর্জুন প্রাপ্ত প্রসূন সোমবার বিজেপিতে যোগ দিয়েই জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া নিয়েও রাজীবকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘‘জেট ক্যাটাগরির অনেক খরচ। আর সেটা বিজেপি দিচ্ছে না। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর সত্যিকারের জননেতা হলে নিরাপত্তা লাগে না। কারণ তাঁর কার্যকলাপ, আচার, ব্যবহারে সব মানুষ এমনকি, বিরোধীরাও তাঁকে ভালোবাসবে।’’

হাওড়ার সাংসদ বলেন, ‘‘রাজীব আমার এক সময়ের সহযোদ্ধা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ঘুরছেন দেখে ভালো লাগছে। কিন্তু উনি দিদির আদর্শকে কি সম্মান দিয়েছেন? তৃণমূলের জার্সি পরে মন্ত্রী হয়ে বিপদের দিনে দিদিকে ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি। ডোমজুড়ের মানুষ তাই রাজীবকে মানবেন না। কারণ, ওই কেন্দ্রের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, সমর্থন করেন।’’

রাজীব বন্দ্যোপাধ্যায় সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, তাঁকে যদি তৃণমূল সমুদ্রের একঘটি জল কিংবা বটগাছের ঝরা পাতা বলে মনে করে তা হলে তাঁকে নিয়ে এত চিন্তা কিসের। এ প্রসঙ্গে প্রসূনের মন্তব্য। ‘‘এসব নিয়ে কোনও চিন্তা করছি না আমরা। দলের কেউ রাজীব বন্দ্যোপাধ্যায়কে মেরে হাত গন্ধ করবেন না বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও আদর্শকে নিয়ে লড়াই করে জয়ী হবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Howrah Rajib Banerjee Prasun Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE