ভোটার তালিকা যাচাইয়ের কর্মসূচি স্থির করতে আজ, বৃহস্পতিবার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল নেতৃত্ব। এই বৈঠকেই ইতিমধ্যে চিহ্নিত ‘গরমিল’ নিয়ে আলোচনার পাশাপাশি পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে দলের বক্তব্য জানাবেন তৃণমূলের প্রতিনিধিরা।
ভোটার তালিকায় ‘বহিরাগত’ ভোটারের অভিযোগ তুলে আগেই বিজেপি ও নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে তালিকা যাচাই নিয়ে জেলার নেতাদের চার দফা নির্দেশিকা দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেই মতো দলীয় স্তরে খোঁজখবরও শুরু হয় জেলায় জেলায়।
এই বৈঠকেই জেলার সভাপতি ও চেয়ারম্যানেরা জানাবেন, কোথায়, কী ‘গরমিল’ মিলেছে। এই ব্যাপারে রাজ্য স্তরে মমতা যে কমিটি গঠন করেছিলেন, তার সদস্যদেরও থাকার কথা তৃণমূল ভবনের বৈঠকে। তার আগে বুধবার দুর্গাপুরে দলের কর্মিসভায় বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ মন্তব্য করেছেন, “নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে অনিয়ম করেছে। এখানে সেটা করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন এখন বিজেপির খাঁচায় বন্দি ময়না!”
রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক ও বিধায়ক অগ্নিমিত্রা পাল্টা বলেছেন, “দেশের ১৪০ কোটি মানুষ জানেন, দেশকে কোন দল এগিয়ে নিয়ে চলেছে। তাঁর এই উল্টোপাল্টা মন্তব্যে কারও কিছু যায় আসে না!”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)