মধ্যপ্রদেশে কৃষক খুন এবং তাঁর স্ত্রী ও কন্যাকে হেনস্থার অভিযোগে নাম জড়িয়েছে সেখানকার শাসক দল বিজেপির এক নেতা ও তাঁর দলবলের। এই ঘটনাকে সামনে রেখে বৃহস্পতিবার শহরে ধিক্কার-সভা করল তৃণমূল কংগ্রেস। দলের সংগঠন পশ্চিমবঙ্গ কিসান খেত মজদুর তৃণমূল কংগ্রেসের ডাকে ডোরিনা ক্রসিংয়ে ধিক্কার-সভা থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর দাবি, “নিজের জমি কম দামে বিক্রি করতে রাজি না-হওয়ায় ওই কৃষককে খুন করা হয়েছে। এ ছাড়া, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে প্রতি দিন প্রতি ঘণ্টায় এক জন করে কৃষক আত্মঘাতী হচ্ছেন।” বিজেপি-কে নিশানা করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সরকার কখনওই কৃষকের মৃত্যু মেনে নেয়নি। এই বারেও অন্যথা হবে না। বিজেপি সরকার আধিপত্য কায়েমের চেষ্টার মাধ্যমে সামাজিক অধিকারকে খর্ব করতে চাইছে।” সভা থেকেই রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর অভিযোগ, “বিজেপি এখন হত্যালীলার রাজনীতি চালাচ্ছে। গ্রামে-গ্রামে প্রতিবাদ হবে।” সভায় যোগ দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদ-সহ অন্যেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)