পাঁচ নয়, আগামী শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন তৃণমূলের ১০ জন সাংসদ। যেমনটা ভার্চুয়াল বৈঠকে বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ১০ জনের নাম জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মঙ্গলবার চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। যদিও কমিশন তৃণমূলের পাঁচ জন প্রতিনিধির সঙ্গে দেখা করবে জানিয়ে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় চিঠি দিয়েছিল।
জ্ঞানেশকে লেখা চিঠিতে ডেরেক জানিয়েছেন, শুক্রবার কমিশনে যাবেন সাংসদ শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে, প্রকাশচিক বরাইক এবং তিনি নিজে।
মঙ্গলবারই কমিশন মমতার কালীঘাটের বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে জানায়, তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবে তারা। আগামী শুক্রবার সকাল ১১টার সময়ে। প্রতিনিধিদলে কোন পাঁচ জন থাকবেন, তাঁদের নাম জানাতেও বলা হয়েছে তৃণমূলকে। কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক দেখা করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন। সেই অনুরোধের ভিত্তিতেই কমিশনের এই চিঠি। রাজনৈতিক দলগুলির সঙ্গে কমিশন সব সময়েই গঠনমূলক আলোচনা করতে চায় বলেও জানানো হয়েছে চিঠিতে। তার পরেই তৃণমূল ১০ জন প্রতিনিধির নাম জানিয়ে চিঠি দিল কমিশনকে।
সাম্প্রতিক সময়ে মুখ্য নির্বাচন কমিশনারকে দু’বার চিঠি দিয়েছেন মমতা। গত সপ্তাহে জ্ঞানেশকে লেখা চিঠিতে এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানান তিনি। তাঁর অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী চিঠিতে বিএলওদের মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন। সাম্প্রতিক সময়ে রাজ্যের তিন জন বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যু এবং কয়েক জনের অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে। অভিযোগ, এসআইআরের কাজের চাপেই এ হেন ঘটনা ঘটছে।
আরও পড়ুন:
সোমবারের লেখা চিঠিতে কমিশনের দু’টি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, কমিশন কি কোনও একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে? কেন তিনি এই প্রশ্ন তুলছেন, তার ব্যাখ্যাও চিঠিতে লেখেন মমতা। মমতা আরও জানান, কমিশন ব্যক্তিগত মালিকানাধীন ভবনকেও ভোটকেন্দ্র হিসাবে ব্যবহারের কথা ভাবছে বলে তিনি জানতে পেরেছেন। এই ধরনের পদক্ষেপ কেন করা হচ্ছে, তা নিয়েও সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক সোমবার দলীয় নেতাদের নিয়ে বৈঠকে কমিশনের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করেছিলেন। তিনি ১০ জন সাংসদের নামোল্লেখ করে তাঁদের কমিশনের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে বলেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গত ২০ দিনে যে যে অভিযোগ তৃণমূল জানিয়েছে, তা নিয়ে কমিশন পদক্ষেপ করেনি কেন, তার জবাব চাওয়ার নির্দেশ দেন অভিষেক। পাশাপাশি, যে বিএলওরা কমিশনকে দায়ী করে আত্মঘাতী হয়েছেন, তাঁদের সুইসাইড নোটও অভিষেক নিয়ে যেতে বলেন দিল্লিতে।