Advertisement
E-Paper

দশ বছর পর ক্যুইজ মঞ্চে ডেরেক, পড়ুয়াদের জন্য ডিজিটাল চ্যালেঞ্জ তৃণমূলের

ডিজিটাল চ্যালেঞ্জ সামনে নিয়ে আসায় পরিষ্কার, মাঠে ময়দানে লড়াইয়ের পাশাপাশি ডিজিটাল মাধ্যমের ভোটযুদ্ধেও কোনও ফাঁক রাখতে চায় না তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৫:৪২
অলংকরণ: তিয়াসা দাস।

অলংকরণ: তিয়াসা দাস।

আগামিকাল থেকে শুরু হচ্ছে তৃণমূলের ডিজিটাল চ্যালেঞ্জ। ২০১৯ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে উচ্চমাধ্যমিক ও কলেজ পড়ুয়াদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করছে তৃণমূল। এই ডিজিটাল চ্যালেঞ্জের মাধ্যমেই ক্যুইজের মঞ্চে প্রত্যাবর্তন করছেন এক সময়ের ক্যুইজ তারকা এবং বর্তমান তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

আগামিকাল বারাসতের রবীন্দ্র ভবন থেকেই উচ্চমাধ্যমিক পড়ুয়াদের উদ্দেশে ডিজিটাল চ্যালেঞ্জ ছুড়ছে তৃণমূল। পরের দিন অর্থাৎ, শনিবার ডিজিটাল চ্যালেঞ্জ হবে বারুইপুরে। এই ডিজিটাল চ্যালেঞ্জে অংশ নিতে বিভিন্ন স্কুল ও কলেজে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। বারাসত দিয়ে শুরু হলেও প্রতিটি জেলাশহরেই একে একে এই ক্যুইজ প্রতিযোগিতা করা হবে। পাশাপাশি, দশ বছর পর ক্যুইজের মঞ্চে সঞ্চালকের ভূমিকায় ফিরছেন এমনটাই জানিয়েছেন তৃণমূলের ডিজিটাল সেলের দায়িত্বে থাকা কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং সুপর্ণ মৈত্র।

এই প্রতিযোগিতার প্রশ্নপত্রে থাকবে ডিজিটাল মিডিয়াম, সোশ্যাল মিডিয়ার মতো বিভিন্ন বিষয়। পাশাপাশি তুলে ধরা হবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও সাফল্যের বিষয়টিও। ২০১৯ লোকসভা নির্বাচন এবং ২০২১ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই ডিজিটাল চ্যালেঞ্জ ছুড়ছে তৃণমূল, এমনটাই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। কারণ, এই মুহূর্তের উচ্চমাধ্যমিক পড়ুয়াদের অনেকেই ২০১৯-এর নির্বাচনে ভোটার তালিকায় ঢুকে পড়বেন। যারা বাকি থাকবেন, তাঁরাও নিশ্চিত ভাবেই ঢুকে পড়বেন ২০২১ বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায়। বিষয়টি যে গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল, তা বোঝা যাচ্ছে প্রাক্তন ক্যুইজ মাস্টার ডেরেক ও ব্রায়েনের মঞ্চে প্রত্যাবর্তনের ঘটনায়।

আরও পড়ুন: ভিসা পেলে এ বার বইমেলায় পাকিস্তানের প্রকাশকরাও, জানাল গিল্ড

ডিজিটাল চ্যালেঞ্জে প্রতিটি প্রতিযোগী দলে দু’জন করে পড়ুয়া থাকবেন। তৃণমূলের ডিজিটাল সেলের দায়িত্বে থাকা সুপর্ণ মৈত্র জানালেন, ‘‘ যারা প্রথম হবে, তাদের রাজধানী এক্সপ্রেসে নয়াদিল্লি নিয়ে গিয়ে সংসদের অধিবেশন দেখানো হবে। যারা দ্বিতীয় হবে, তাদের নিয়ে আসা হবে রাজ্য বিধানসভায়। বিধানসভায় অধিবেশন দেখানোর পাশাপাশি থাকবে মধ্যাহ্নভোজের ব্যবস্থাও। যে দল তৃতীয় হবে, তাদের রাজ্য বিধানসভা ঘুরিয়ে দেখানো হবে। ’’

আরও পড়ুন: তুলে দেওয়া হোক ‘অকর্মণ্য’ নীতি আয়োগ, ইউপিএ আমলের জিডিপি কমানোয় তোপ কংগ্রেসের

এর আগে দলের বিভিন্ন স্তরের কর্মীদের নিয়ে নেতাজি ইন্ডোরে ডিজিটাল কনক্লেভের আয়োজন করেছিল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় দলের বক্তব্য তুলে ধরতে সুনির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছিল দলীয় কর্মী সমর্থকদের। এবার ডিজিটাল চ্যালেঞ্জ সামনে নিয়ে আসায় পরিষ্কার, মাঠে ময়দানে লড়াইয়ের পাশাপাশি ডিজিটাল মাধ্যমের ভোটযুদ্ধেও কোনও ফাঁক রাখতে চায় না তৃণমূল।

(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

TMC Derek O Brien Social Media Digital Challenge
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy