Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিজেপির অস্ত্র ‘জয় শ্রীরাম’, তৃণমূলের হাতিয়ার অমর্ত্য

এ রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে 'জয় শ্রীরাম' স্লোগান সামনে এসেছে লোকসভা ভোটের সময় থেকে।

'জয় শ্রীরাম' স্লোগান সম্পর্কে অমর্ত্যের মতকেই বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমেছে রাজ্য সরকার। ধর্মতলায় দেখা গেল এই পোস্টার। —নিজস্ব চিত্র।

'জয় শ্রীরাম' স্লোগান সম্পর্কে অমর্ত্যের মতকেই বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমেছে রাজ্য সরকার। ধর্মতলায় দেখা গেল এই পোস্টার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০১৯ ০২:০৩
Share: Save:

বিজেপির জয় শ্রীরামের মোকাবিলায় এ বার অমর্ত্য সেনের বক্তৃতাকে হাতিয়ার করছে রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি পুরসভাকে ‘জয় শ্রীরামে’র পাল্টা প্রচারের নির্দেশ দিল পুর ও নগরোন্নয়ন দফতর। চলতি সপ্তাহেই ই-মেল মারফৎ এই নির্দেশ পাঠানো হয়েছে। জানানো হয়েছে প্রচারের বিস্তারিত রূপরেখা।

এ রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে 'জয় শ্রীরাম' স্লোগান সামনে এসেছে লোকসভা ভোটের সময় থেকে। স্বয়ং মুখ্যমন্ত্রী একাধিকবার গাড়ি থেকে নেমে এই স্লোগানের প্রতিবাদ করেছেন। বিজেপিও তাঁকে ‘তাতানো’র জন্য স্লোগানটিকে ব্যবহার করেছে। তৃণমূল ও বিজেপির নীচের তলার কর্মীদের মধ্যেও এ নিয়ে বিরোধ বেধেছে দিকে দিকে। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে স্বয়ং প্রধানমন্ত্রী জনসভার মঞ্চ থেকে এই স্লোগান দিয়ে দলের নেতা-কর্মীদের উৎসাহিত করেছেন।

এই চাপানউতোরে মধ্যেই সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে এসে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘জয় শ্রীরাম স্লোগান আগে কখনও শুনিনি। ইদানীং প্রহারের জন্য ওই স্লোগান ব্যবহার করা হচ্ছে।’’

অমর্ত্যের এই মতকেই বিজেপির বিরুদ্ধে প্রচারে আনতে চাইছে রাজ্য সরকার। নগরোন্নয়ন দফতরের নির্দেশে পুরসভার প্রধানদের বলা হয়েছে, নোবেলজয়ীর ছবিসহ তাঁর অভিমত ফ্লেক্সে ছেপে ব্যাপকহারে ছড়িয়ে দিতে হবে। অমর্ত্যের ছবি ও বক্তৃতার নির্দিষ্ট অংশও পুরসভাগুলিকে পাঠানো হয়েছে।

মন্ত্রীর নির্দেশ হিসাবে পাঠানো ই-মেল-এ অবশ্য বলা হয়েছে, প্রচারক হিসেবে ফ্লেক্সে ‘নাগরিক বৃন্দ’ লিখতে হবে। সরকারি এক আধিকারিকের কথায়, ‘‘প্রয়োজন হলে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে সরকার এই ধরনের প্রচার করতে পারে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক হওয়ায় সরকার এই কৌশল নিয়েছে।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Amartya Sen Jai Shri Ram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE