Advertisement
১৯ মে ২০২৪

তৃণমূল কর্মীকে গুলি

এক তৃণমূল কর্মীকে গুলি করে পালাল দুষ্কৃতিরা৷ শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, লেদার কমপ্লেক্সের ১ নম্বর গেটের কাছে গুলিতে জখম ওই ব্যাক্তির নাম রফিক মোল্লা৷ তার বাড়ি কলকাতা লেদার কমপ্লেক্স থানার ভাঁটিপোতায়৷

নিজস্ব সংবাদদাতা
ভাঙড় শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০৩:২৪
Share: Save:

এক তৃণমূল কর্মীকে গুলি করে পালাল দুষ্কৃতিরা৷ শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, লেদার কমপ্লেক্সের ১ নম্বর গেটের কাছে গুলিতে জখম ওই ব্যাক্তির নাম রফিক মোল্লা৷ তার বাড়ি কলকাতা লেদার কমপ্লেক্স থানার ভাঁটিপোতায়৷

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পেশায় মাছের খাবারের ব্যবসায়ী রফিক এ দিন সন্ধেয় ভোজেরহাট থেকে মোটরবাইকে করে কাঁটাতলার দিকে যাচ্ছিলেন৷ সেই সময় একটি মোটরবাইকে করে দু’জন তাঁর পিছু নেয়৷ ১ নম্বর গেটের কাছে তাঁকে গুলি করে। গুলি লাগে পেটে৷ রক্তাক্ত অবস্থায় রফিক মাটিতে লুটিয়ে পড়েন৷ খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা, তৃণমূলের জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যবসায়িক কোনও বিরোধের জেরে তাঁকে গুলি করা হয়েছে। বিধায়ক সওকত মোল্লা বলেন, ‘‘রফিক ভাঁটিপোতা অঞ্চলের তৃণমূলের আহ্বায়ক৷ ভোটের আগে থেকেই ওঁকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছিল৷ শেষ পর্যন্ত তাঁকে গুলি করে খুনের চেষ্টা করা হল৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Shot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE