২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ শেষ হয়েছে। তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই পরবর্তী সমাবেশের জন্য প্রস্তুতি শুরু করে দিল শাসকদলের ছাত্র সংগঠন। ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর সেই উপলক্ষে ধর্মতলার মেয়ো রোডের বক্তৃতা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশ নিয়ে সোমবার তৃণমূল ভবনে আয়োজিত হল এক প্রস্তুতি বৈঠক।
বৈঠক শেষে প্রতিষ্ঠা দিবস উদ্যাপনের ব্যানার উন্মোচন করলেন তৃণমূলের ছাত্র সংগঠনের নেতানেত্রীরা। শহিদ দিবসের ব্যানারের মতোই এই ব্যানারেও কেবলমাত্র তৃণমূলের সর্ব্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই রাখা হয়েছে। ২১ জুলাইয়ের সমাবেশে কেবলমাত্র মমতার ছবি ব্যবহার নিয়ে তৃণমূলের তরফে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ব্যানারে কেবলমাত্র দলনেত্রীর ছবি রাখা হয়েছে। আর এ বার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের প্রচারেও সেই একই নীতি বহাল রাখলেন তৃণমূল নেতৃত্ব। এই উপলক্ষে হাজির ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি তথা মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, জয়া দত্ত এবং বর্তমান রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ। সভার শেষে তৃণাঙ্কুর বলেন, ‘‘যে ভাবে আমাদের শহিদ দিবসের সমাবেশ সুষ্ঠু ভাবে ঐতিহাসিক জনসমাগমকে সাক্ষী রেখে সম্পন্ন হয়েছে, সেই কর্মসূচি থেকে অনুপ্রেরণা নিয়ে আমরাও প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে সফল করতে চাইছি।’’ তিনি আরও বলেন, ‘‘ওই দিন বিশাল আকারে ছাত্রছাত্রীদের সমাবেশ করে আমরা আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনব।’’