দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হচ্ছে আজ থেকে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আজ থেকেই বাড়ি বাড়ি যাবেন বুথ স্তরের অফিসারেরা (বিএলও)। সংশ্লিষ্ট বিএলও-ই ভোটারদের যাবতীয় তথ্য সংগ্রহ করে কমিশনে পাঠাবেন। বিএলওদের সঙ্গে থাকবে এসআইআর কিট ব্যাগ। এনুমারেশন ফর্মও থাকবে। সেই ফর্মই পূরণ করতে হবে। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
এসআইআর নিয়ে রাজ্যবাসীর একাংশের মনে আতঙ্ক দানা বেঁধেছে। এই এসআইআরের প্রতিবাদে আজ দুপুরে কলকাতার রাস্তায় নামছে রাজ্যের শাসকদল তৃণমূল। কলকাতার রেড রোডে বিআর অম্বেডকের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়— উভয়েই হাঁটবেন এই প্রতিবাদ মিছিলে। মিছিল শেষে বক্তৃতাও করবেন তাঁরা। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
আজ কলকাতায় মিছিল করবেন মমতা-অভিষেক। একই দিনে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এসআইআর নিয়ে তৃণমূলের অপপ্রচারের প্রতিবাদে মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশ তাঁকে মিছিলের অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিকেলে ৩ থেকে ৫টার মধ্যে শুভেন্দুকে মিছিল করার অনুমতি দিয়েছে হাই কোর্ট। তাই ওই সময় মিছিল করার প্রস্তুতি নিয়েছেন শুভেন্দু।
বিশ্বকাপ জেতার পর আপাতত মুম্বইয়েই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরদের আজই দিল্লি চলে যাওয়ার কথা। সেখানে আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গোটা দলের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তার পরেই যে যার নিজের শহরে ফিরবেন। ভারতের মহিলা ক্রিকেট দলের সব খবর।
পশ্চিমবঙ্গে এসআইআর আজ থেকে শুরু হচ্ছে। আজ থেকেই বুথস্তরীয় আধিকারিকেরা (বিএলও) বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গ জুড়ে শাসকদল তৃণমূল উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে বলে বিরোধী দল বিজেপির অভিযোগ। তৃণমূলের লোকজনকে বিএলও করা, বিজেপির বুথস্তরীয় এজেন্টদের মারধর করা, বিজেপির প্রশিক্ষণ শিবিরে হামলা চালানো-সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে বিরোধী দলের। তাই আজই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে যাচ্ছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ও।
ঘূর্ণিঝড় মোন্থার প্রভাব কাটতে না-কাটতে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের উপর। এই নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপর। উত্তর ও দক্ষিণে মোটের উপর এখন আবহাওয়া থাকবে শুকনো। তবে বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার সামান্য ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পঙের দু’একটি এলাকা। আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ আইসিসি-র বৈঠক শুরু। দুবাইয়ে চার দিনের এই বৈঠকের দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, এই বৈঠকেই নিষ্পত্তি হতে পারে এশিয়া কাপের ট্রফি বিতর্কের। দুবাইয়ে সূর্যকুমার যাদবের ভারত চ্যাম্পিয়ন হলেও ট্রফি এখনও হাতে পায়নি ভারতীয় দল। কারণ, পাকিস্তান বোর্ডের প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবেন না বলে সূর্যরা সে দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আজ কি আলোচনায় উঠবে এই বিতর্ক? থাকবে সব খবর।
রবিবার জিতে সিরিজ়ে সমতা ফিরিয়েছে শুভমন গিলের ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের ফল এখন ১-১। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল। তৃতীয় ম্যাচে ভারত জিতেছে। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে নামার আগে ভারতীয় দলের সব খবর।
রঞ্জি ট্রফিতে আজ বাংলার সামনে কঠিন লড়াই। ত্রিপুরার বিরুদ্ধে তিন পয়েন্ট না-ও পেতে পারে বাংলা। প্রথম ইনিংসে বাংলার ৩৩৬ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৭ উইকেটে ২৭৩ রান তুলেছে। তারা আর ৬৩ রান তুলে ফেলতে পারলেই বাংলা এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাবে না। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। মহম্মদ শামি ১৯ ওভার বল করেও কোনও উইকেট পাননি। তিনি কি তিন পয়েন্ট এনে দিতে পারবেন? খেলা শুরু সকাল ৮:৪৫ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।
টাকার বিনিময়ে অনলাইন গেম নিষিদ্ধ করার আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছে আদালতে। প্রথমে দেশের তিন পৃথক হাই কোর্টে এই সংক্রান্ত মামলা হয়েছিল। পরে মামলাগুলি সুপ্রিম কোর্টে স্থানান্তর করা হয়। আজ এই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।