Advertisement
E-Paper

বীরভূমে অভিষেক। মাদুরো হেফাজতে, হুমকি জারি ট্রাম্পের। মুস্তাফিজুর বিতর্ক। কতটা নামবে তাপমাত্রা। আর কী কী

আজ অভিষেকের কর্মসূচি বীরভূমে। সেই কর্মসূচি শেষ করে অভিষেক যাবেন রামপুরহাট হাসপাতালে। সুনালী বিবির সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে। অনুব্রত মণ্ডল, কাজল শেখদের বিবাদের বিষয়টিও সর্বজনবিদিত।অভিষেক কী বার্তা দেন সেই খবরে নজর থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

চলতি জেলা সফরে আজ অভিষেকের কর্মসূচি বীরভূমে। বেলা সাড়ে ১২টা নাগাদ তারাপীঠ মন্দিরে যাওয়ার কথা তাঁর। তার পর তিনি যোগ দেবেন দলীয় কর্মসূচিতে। সেই কর্মসূচি শেষ করে অভিষেক যাবেন রামপুরহাট হাসপাতালে। সুনালী বিবির সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে। নানা কারণে বীরভূমের রাজনীতি স্পর্শকাতর। দলের মধ্যে অনুব্রত মণ্ডল, কাজল শেখদের বিবাদের বিষয়টিও সর্বজনবিদিত। সেই জেলায় অভিষেক কী বার্তা দেন সেই খবরে আজ নজর থাকবে।

ভেনেজ়ুয়েলার রাজধানী কারাকাসে ঢুকে সস্ত্রীক সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপহরণ’ করেছে আমেরিকা। আমেরিকায় তুলে নিয়ে গিয়ে মাদুরোর বিচার শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সেনার কাণ্ডে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে গোটা বিশ্বে। উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। মুখ খুলেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে আমেরিকা আন্তর্জাতিক আইন ভেঙেছে বলে মনে করছেন তিনি। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ায় বিতর্ক ক্রমশ বাড়ছে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে দেশের সরকার অনির্দিষ্টকালের জন্য আইপিএলের সম্প্রচার বন্ধ করেছে। বিশ্বকাপ নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার। থাকছে মুস্তাফিজুর বিতর্কের সব খবর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে ফের হাড়কাঁপানো ঠান্ডা পড়বে। নতুন করে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। তার পরের তিন থেকে চার দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই-চার ডিগ্রি নীচে থাকবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে উত্তরে।

বিশেষ নিবিড় সংশোধনের পর্যবেক্ষক সি মুরুগানের উপর হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। আজ বিকেল ৫টার মধ্যে ওই রিপোর্ট কমিশনে পাঠানোর কথা ডিজির। কমিশন জানিয়েছিল, ওই ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে এবং পর্যবেক্ষকদের নিরাপত্তায় কী কী বন্দোবস্ত করা হবে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে ডিজিকে। সেই অনুযায়ী আজ ডিজি কী রিপোর্ট দেন তা নজরে থাকবে।

বিজয় হজারে ট্রফিতে আজ ষষ্ঠ রাউন্ডের ম্যাচ। আজকের পর সব দলেরই আর একটি করে ম্যাচ বাকি থাকবে। রয়েছে এলিট এবং প্লেট গ্রুপ মিলিয়ে মোট ১৯টি খেলা। বাংলার ম্যাচ হায়দরাবাদের সঙ্গে। পাঁচ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপে বাংলা রয়েছে তৃতীয় স্থানে। আজ সব ম্যাচ সকাল ৯টা থেকে।

অ্যাশেজ়ের পঞ্চম তথা শেষ টেস্টে আজ তৃতীয় দিনের খেলা। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৪ রান তুলেছে। সিরিজ়ের দ্বিতীয় শতরান করেছেন জো রুট। জবাবে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষে ২ উইকেটে ১৬৬ রান করেছে। তৃতীয় দিনের খেলা ভোর ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Abhishek Banerjee Nicolas Maduro ICC T20 World Cup 2026 Mustafizur Rahman Weather Update SIR Vijay Hazare trophy The Ashes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy