Advertisement
E-Paper

আরজি করের এক বছর: আনন্দবাজার ডট কম-এর ময়নাতদন্ত। শুল্ক-যুদ্ধ। উত্তরকাশীর পরিস্থিতি। আবহাওয়া। আর কী কী

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছিল গত বছর ৯ অগস্ট।

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ০৭:৫৪
গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছিল গত বছর ৯ অগস্ট। তোলপাড় ফেলে দেওয়া সেই ঘটনার এক বছরে আজ একাধিক কর্মসূচি রয়েছে শহরে। জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে ‘অভয়া রাত’ কর্মসূচি হবে। কলেজ স্কোয়্যার থেকে মশাল মিছিল শুরু হবে রাত ৯টায়। সেই মিছিল যাবে শ্যামবাজারে। তার পর সেখানেই শুরু হবে অবস্থান এবং সাংস্কৃতিক কর্মসূচি। চলবে শনিবার ভোর পর্যন্ত। বাম ছাত্র-যুব সংগঠনেরও মিছিল রয়েছে একই পথে। অন্য দিকে কংগ্রেসের বিক্ষোভ রয়েছে নিউ টাউনের সিবিআই দফতরে। আজ এই খবরে নজর থাকবে।

নিজের অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রাখলে ‘আরও অনেক’ নিষেধাজ্ঞা চাপানো হবে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। বুধবারই ভারতীয় পণ্যের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। মোট শুল্কের পরিমাণ এখন ৫০ শতাংশ। এই পরিস্থিতিতে ভারতের উপর আরও শুল্ক চাপতে চলেছে কি না, তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে মার্কিন প্রশাসনের অন্দরে। এ দিকে নয়া শুল্ক নীতির কারণে যে সব দেশ (যাদের উপর কম শুল্ক চাপানো হয়েছে) আমেরিকায় পণ্য রফতানি করে, তাদের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নামতে হবে ভারতকে। অনেক ক্ষেত্রে সেই দেশগুলি বাড়তি সুবিধা পাবে। মার খাবে বেশ কিছু পণ্যের রফতানি।

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জোড়া ফলায় মঙ্গলবার দুপুরে তছনছ হয়ে গিয়েছিল উত্তরাখণ্ডের উত্তরকাশীর একাধিক এলাকা। সেই ঘটনার পর ৪৮ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। বিভিন্ন সূত্র মতে, এখনও পর্যন্ত ধরালী ও সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ২৭০ জনকে। তবে ৫০ জন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে উদ্ধার চলবে আজও। নজর থাকবে উত্তরকাশীর পরিস্থিতির দিকে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমি অক্ষরেখা আপাতত ফিরোজ়পুর, কারনাল, মোরাদাবাদ, খেরি, জলপাইগুড়ি বরাবর উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ফলে চলতি সপ্তাহেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বঙ্গে। আজ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে আজ রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

Kolkata Doctor Rape and Murder R G kar Incident Donald Trump Cloud burst Uttarkashi Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy