দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ মালদহে কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে তিনি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মিলিত হবেন। সেই কর্মসূচিতে প্রশ্নোত্তর পর্ব থাকবে। তার পর ভিন্ রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। মালদহে অভিষেকের কর্মসূচিতে নজর থাকবে।
জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শীতে জবুথবু। কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু তার কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। উত্তুরে হাওয়ার প্রবেশেও কোনও বাধা নেই। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের ভান্ডারে নিজেদের দখল সুদৃঢ় করতে উঠেপড়ে লেগেছে আমেরিকা। ভেনেজ়ুয়েলার প্রেসি়ডেন্ট নিকোলাম মাদুরোকে দেশ থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সমাজমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী সরকার আমেরিকাকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল ‘উচ্চমানের’ তেল দেবে। তেল বিক্রি করে যা টাকা আসবে তার নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এ ছাড়া, কিউবা, রাশিয়া, চিন, ইরানের মতো দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা রাখা চলবে না বলেও ভেনেজ়ুয়েলাকে জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিভিন্ন মহলে আমেরিকার এই পদক্ষেপ সমালোচিত হচ্ছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ এখনও জানা যায়নি। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে। তবে সরকারি ভাবে তারা এখনও কিছু জানায়নি। বাংলাদেশ সরকার এবং বোর্ড জানিয়ে দিয়েছে, তারা কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। সব মিলিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। থাকছে সব খবর।
বুধবারের পর আজ ফের পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তিন বিচারপতির বেঞ্চে মামলাটি চলছে। বুধবার পশুপ্রেমী পক্ষের বক্তব্য শুনেছে সুপ্রিম কোর্ট। উঠে এসেছে বিভিন্ন ভুক্তভোগীদের বক্তব্যও। আদালত মনে করছে, শুধু কামড় নিয়েই উদ্বেগ নয়, কুকুরের ভয়ে পথেঘাটে অনেক দুর্ঘটনাও ঘটে যায়। সেটিও একটি উদ্বেগের বিষয়। কোন কুকুরের কখন কেমন ‘মুড’ থাকবে, তা কী ভাবে আগে থেকে কেউ বুঝবেন, তা নিয়েও বুধবার সংশয় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আজ মামলার শুনানিতে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।
সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেফতারির বিরুদ্ধে মামলার আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সোনমের গ্রেফতারির বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। ভিন্নমত পোষণ করায় সমাজকর্মীর মুখ বন্ধ করার জন্যই ভেবেচিন্তে তাঁকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ স্ত্রীর। তাঁকে যে ভাবে বন্দি করে রাখা হয়েছে, তা স্বেচ্ছাচারিতা বলেই মনে করছেন তিনি। আজ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। এর আগে গত নভেম্বরে এই মামলায় কেন্দ্রের বক্তব্য জানতে চায় আদালত। আজ এজলাসে কী কী উঠে আসে, সে দিকে নজর থাকবে।
বিজয় হজারে ট্রফিতে আজ বাংলার সামনে মরণ-বাঁচন ম্যাচ। গ্রুপ পর্বে এটিই শেষ ম্যাচ সব দলের। মহম্মদ শামি-অভিমন্যু ঈশ্বরণদের খেলতে হবে উত্তর প্রদেশের সঙ্গে। শক্তিশালী উত্তর প্রদেশ সব ম্যাচ জিতে গ্রুপে শীর্ষে রয়েছে। ফলে বাংলার সামনে কঠিন লড়াই। উত্তর প্রদেশের ২৪ পয়েন্ট। বিদর্ভ, বাংলা, বরোদার ১৬ পয়েন্ট। হারলেও নেট রানরেটের দিক দিয়ে নকআউটে যাওয়ার সুযোগ থাকছে বাংলার সামনে। রয়েছে শুভমন গিলের পঞ্জাবের খেলাও। মোট ১৯টি ম্যাচ সকাল ৯টা থেকে। কিছু ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
অ্যাশেজ় সিরিজ়ের আজ শেষ দিন। সিডনি টেস্টে ভাল জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড চতুর্থ দিনের শেষে ১১৯ রানে এগিয়ে রয়েছে। হাতে মাত্র ২ উইকেট। অর্থাৎ ৪-১ ফলে অ্যাশেজ় জেতার ব্যাপারে অনেকটাই সুবিধেজনক জায়গায় স্টিভ স্মিথের দল। খেলা শুরু ভোর ৫টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
নতুন বছরে কয়েকটি কর্মসূচি নিয়ে এক দিনের জন্য রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি (জগৎপ্রকাশ) নড্ডা। আজ একাধিক কর্মসূচি এবং বৈঠক সেরে রাতেই ফিরে যাবেন বলে খবর।