দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার। প্রশ্নপত্র নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগেই জানানো হয়েছে, পরীক্ষা হলে কোনও রকম ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা। সকাল ১০টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। মিউজিক, ভিস্যুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা হবে সকাল ১০ থেকে ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত।
তিন দিনের সফরে আজ ভারতে আসছেন ইজ়রায়েলের অর্থমন্ত্রী বেজ়ালেল স্মোট্রিচ। এই সফরকালে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এবং আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। ভারত এবং ইজ়রায়েলের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। ইজ়রায়েলি মন্ত্রীর সফরকালেই চূড়ান্ত হয়ে যেতে পারে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি।
কাফা নেশনস কাপের গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। আজ ওমানের মুখোমুখি হবে তারা। আফগানিস্তানের বিরুদ্ধে হতাশাজনক ড্রয়ের পর ভারতের কাছে সুযোগ ওমানকে হারিয়ে এই প্রতিযোগিতায় তৃতীয় স্থানে শেষ করার। বিকেল ৫.৩০টা থেকে শুরু খেলা। দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
এশিয়া কাপে ভারতের মাঠে নামার দিন ক্রমশ এগিয়ে আসছে। দুবাইয়ে জোরকদমে অনুশীলন করছেন সূর্যকুমার যাদবেরা। কী রকম চলছে ভারতের প্রস্তুতি? সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবার বাড়তে পারে ঝড়বৃষ্টির পরিমাণ। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই রয়েছে সতর্কতা। উত্তরবঙ্গে দুর্যোগ চলবে সপ্তাহ জুড়েই। আজও কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি।