মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ। জীবনের প্রথম ‘বড়’ পরীক্ষায় বসতে চলেছে ৯ লক্ষ ৮৪ হাজার ৫৫৩ জন। গত বারের থেকে যা ৬২ হাজার বেশি। এ বারও ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। ছাত্র ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩। ‘বড়’ পরীক্ষা নরেন্দ্র মোদীরও। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার ২৩ দিন পর, আগামী বুধবার সে দেশে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী। প্রথমে ফ্রান্সে যাবেন মোদী। সেখান থেকেই চলে যাবেন আমেরিকায়।
আজ ফ্রান্সে, পরশু আমেরিকায়
আজ ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফর সেরে সেখান থেকেই তিনি উড়ে যাবেন আমেরিকা। ফ্রান্স সফরে মোদী প্যারিসে ‘আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স অ্যাকশন সামিট’-এ যোগ দেবেন। রয়েছে আরও কিছু কর্মসূচি। সেখান থেকেই বুধবার আমেরিকায় যাবেন তিনি। দু’দিনের সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন। অবৈধবাসী ভারতীয়দের ফেরত পাঠানো, ভারতের উপর শুল্ক চাপানোর সম্ভাবনা থেকে বাংলাদেশ পরিস্থিতি— নানা দিক থেকেই মোদীর এই সফর গুরুত্বপূর্ণ। যে সব দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে আমেরিকার, একে একে তাদের পণ্যের উপর শুল্ক বসাতে শুরু করেছিলেন ট্রাম্প। কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক চাপিয়েও অবশ্য তা স্থগিত রাখা হয়েছে। চিনের উপর শুল্ক চাপানোর পর চিনও পাল্টা শুল্ক বসিয়েছে মার্কিন পণ্যের উপর। জাপানকেও শুল্ক-হুমকি দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্যেও ঘাটতি রয়েছে আমেরিকার। প্রথম বার প্রেসিডেন্ট থাকাকালীন ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। এ বারও তা করতে পারেন বলে অনেকের আশঙ্কা। এর থেকে ট্রাম্পকে কি বিরত রাখতে পারবেন মোদী? সে দিকে নজর থাকবে। বৃহস্পতিবার ভারতে ফেরার বিমান ধরার কথা তাঁর।
শুরু হচ্ছে মাধ্যমিক
মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ। রাজ্যের প্রায় ১০ লাখ শিক্ষার্থী পরীক্ষায় বসবে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। অভিভাবকদেরও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সবাই যেন আত্মবিশ্বাস রেখে পরীক্ষা দেয় এবং কোনও রকম বিভ্রান্তিতে না পড়ে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিলের শুনানি
আজ এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর ২টো নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চে মামলাটির শুনানি হবে। এর আগে যোগ্য এবং অযোগ্য, রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীরা সওয়াল করেছেন। গত শুনানিতে মূল মামলাকারীদের বক্তব্য শুনেছে শীর্ষ আদালত। আজ আবার ওই পক্ষের সম্পূর্ণ বক্তব্য শুনতে পারে প্রধান বিচারপতির বেঞ্চ। এই মামলায় দুর্নীতির তদন্ত করেছে সিবিআই। তারা এখনও সুপ্রিম কোর্টে সওয়াল করেনি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর বক্তব্যও আজ শুনতে পারে আদালত। সব মিলিয়ে ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে কী হয় সে দিকে নজর থাকবে।
বিধানসভার বাজেট অধিবেশন শুরু
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতা দিয়ে আজ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। মান অভিমানের পালা চুকিয়ে রাজ্যপালকে বাজেট অধিবেশন শুরুর আগে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ রাজভবন থেকে বিধানসভায় আসবেন বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অংশ নেবেন বাজেট বক্তৃতায়। রাজ্যপাল বক্তৃতা দিয়ে ফিরে গেলে, বিধানসভায় রাজ্যপালকে ধন্যবাদ জ্ঞাপন করবেন শাসক এবং বিরোধী দু’পক্ষই। বুধবার রাজ্য বাজেট পেশ হবে।
বাংলাদেশ: ধানমন্ডি ও গাজীপুর পরিস্থিতি
বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে ‘ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক থেকেই যৌথ বাহিনীর বিশেষ অভিযানের এই নামকরণ করা হয়েছে। ধানমন্ডির ঘটনার পরে গাজীপুরে নতুন করে উত্তেজনা ছড়ালে প্রায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। এই অবস্থায় আইনশৃঙ্খলা সামলাতে দেশ জুড়ে ‘দুর্বৃত্তদের’ ধরপাকড় শুরু হয়েছে। প্রথমে গাজীপুরের ঘটনায় ৪০ জনকে আটক করে সে দেশের পুলিশ। গাজীপুরের ঘটনায় ২৩৯ জনের নামে মামলাও রুজু করা হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে কি
প্রায় তিন দশক পরে দিল্লি বিধানসভা দখল করেছে বিজেপি। আপাতত সমস্ত জল্পনা রাজধানীর পরবর্তী মুখ্যমন্ত্রীকে ঘিরে। কাকে দিল্লির মুখ্যমন্ত্রী করবে বিজেপি? প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে হারিয়ে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে প্রবেশ সিংহ বর্মাই কি এগিয়ে? না কি দলের শীর্ষ নেতৃত্বের মাথায় রয়েছে অন্য কোনও সমীকরণ? আজ সে দিকেই নজর থাকবে। তবে এটা স্পষ্ট যে, যিনিই মুখ্যমন্ত্রী হোন না কেন, তাঁকে নরেন্দ্র দামোদরদাস মোদীর ছায়াতেই থাকতে হবে। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি আমেরিকায় সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, ১৫ ফেব্রুয়ারির আগে দিল্লিতে সম্ভবত শপথ নিচ্ছেন না নতুন মুখ্যমন্ত্রী। এখন দেখার, মোদীর বিদেশ সফরের মধ্যে বিজেপি নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অন্তত করে কি না।