দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ কন্যাশ্রী দিবস। সেই উপলক্ষে এক সরকারি অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা সাড়ে ১২টা নাগাদ আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান হবে। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন সরকারি আধিকারিকেরা। কন্যাশ্রী প্রকল্পে রাজ্যে ছাত্রীদের জীবনের মানোন্নয়ন হয়েছে— এমন বিষয় সেখানে তুলে ধরা হতে পারে। আজ এই খবরে নজর থাকবে।
গত দু’দিন পরে আজ তৃতীয় দিন বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বেলা ১১টা নাগাদ বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি হবে। বুধবারের শুনানিতে মামলাকারীদের পক্ষে আইনজীবীরা সওয়াল করেন। বিশেষ সমীক্ষা আপাতত স্থগিত রাখার আর্জি জানানো হয় আদালতে। ভোটের আগে কেন ওই সমীক্ষা করা হচ্ছে সেই প্রশ্নও তোলেন মামলাকারীরা। আজ কমিশনের পক্ষ থেকে পাল্টা সওয়াল করার কথা। শীর্ষ আদালত জানিয়েছে, আজকে এই মামলা শুনানি শেষ করার চেষ্টা করা হবে। এই অবস্থায় আজ সুপ্রিম কোর্টে কী হয় সে দিকে নজর থাকবে।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। তবে তা দ্বিপাক্ষিক বৈঠক। ইউক্রেনকে রাখা হচ্ছে না ওই বৈঠকে। এই অবস্থায় ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে চিন্তায় রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। চিন্তিত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিও। বুধবার ট্রাম্পের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন জ়েলেনস্কি এবং ইউরোপীয় নেতারা। উঠেছে ত্রিপাক্ষিক আলোচনার দাবিও। উদ্ভূত কূটনৈতিক পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলিকে নিজের পাশেই পাচ্ছে ইউক্রেন। এক দিকে, ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে গুঞ্জন চলছে, অন্য দিকে, ইউরোপীয় বন্ধুদের সঙ্গে কূটনৈতিক কৌশল সাজাচ্ছে ইউক্রেন। এ অবস্থায় রুশ-ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়ে কোনও অগ্রগতি হয় কি না, সে দিকে নজর থাকবে আজ।
স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি দলীয় কর্মসূচিতে যোগ দেন। এ বার দু’টি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। প্রথমে তিনি যাবেন বেহালায়। বেহালা ম্যান্টনে তৃণমূলের তরফে স্বাধীনতা দিবসের একটি কর্মসূচি আয়োজিত হয়। সেখানেই যোগ দিয়ে বক্তৃতা করবেন তিনি। এর পর তাঁর গন্তব্য হাজরা মোড়। সেখানেও স্বাধীনতা দিবসের কর্মসূচি রয়েছে।
বুধবার মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে। বুধবার থেকে শনিবার পর্যন্ত বাংলা এবং সংলগ্ন ওড়িশার উপকূলে সমুদ্র উত্তাল থাকতে পারে। আজ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি।
রাজধানী দিল্লিতে পথকুকুর সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের এক নির্দেশের প্রেক্ষিতে গোটা দেশে আলোচনা শুরু হয়েছে। এই আবহে বুধবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই আশ্বাস দেন, বিষয়টি খতিয়ে দেখবেন তিনি। পরে বুধবার রাতেই তিন বিচারপতির বেঞ্চে মামলাটি পাঠানো হয়। আজ শীর্ষ আদালতে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ বিষয়টি শুনবে।