Advertisement
E-Paper

দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে তদন্ত কোন পথে। আইএফএ শিল্ডে দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। আর কী কী নজরে

গণধর্ষণের অভিযোগের তদন্তে নেমে পুলিশ আগেই তিন জনকে গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে খবর, ‘নির্যাতিতা’ তাঁর বয়ানে পাঁচ জনের কথা বলেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

দুর্গাপুর ‘গণধর্ষণকাণ্ডে’ বাকি দুই অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক ন’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রী। গণধর্ষণের অভিযোগের তদন্তে নেমে পুলিশ আগেই তিন জনকে গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে খবর, ‘নির্যাতিতা’ তাঁর বয়ানে পাঁচ জনের কথা বলেছিলেন। সেই হিসাবে অভিযুক্ত পাঁচ জনই গ্রেফতার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এক সহপাঠী-বন্ধুর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন তিনি। রাস্তায় হাঁটছিলেন। সেই সময় অভিযুক্তেরা প্রথমে তাঁকে হেনস্থা করেন। তার পর তাঁকে রাস্তার পাশে জঙ্গলের দিকে টেনে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সহপাঠী-বন্ধুর বিরুদ্ধে। সেই বন্ধুটিকে এখনও ‘আটক’ করে রেখেছে পুলিশ। পাশাপাশি এ বার পাঁচ অভিযুক্তকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তা ছাড়া অভিযুক্তদের ডিএনএ পরীক্ষা করারও প্রস্তুতি নিচ্ছে পুলিশ। গোটা ঘটনায় ‘নির্যাতিতা’র সহপাঠী-বন্ধুর ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর বয়ানের সত্যাসত্য যাচাইয়ের চেষ্টা চলছে বলে খবর পুলিশ সূত্রে। আজ এই ঘটনার তদন্তের দিকে নজর থাকবে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট শেষ পর্যন্ত পঞ্চম দিনে গড়াল। দ্বিতীয় টেস্টে কিছুটা লড়াই করল ওয়েস্ট ইন্ডিজ়। ফলে ভারতকে সিরিজ় জেতার জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ ভারতের দরকার ৫৮ রান, হাতে রয়েছে ৯ উইকেট। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আইএফএ শিল্ডে আজ দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে নামধারী। গ্রুপ পর্বে এটিই লাল-হলুদের শেষ ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৪-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন জয় গুপ্ত। আজও নজরে থাকবেন তিনি। কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২:৩০ থেকে।

আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও নতুন করে কিছু দেওয়া হয়নি। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও কোথাও আকাশ অংশত মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হবে না। যদিও এখনই রাজ্যে শীত প্রবেশের সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে আরও সময় লাগবে। আজ রাজ্যে উত্তর-দক্ষিণে কেমন আবহাওয়া থাকবে, নজর থাকবে সেই দিকে।

মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে আজ শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ। এই ম্যাচে নজর থাকবে ভারতেরও। নিউ জ়িল্যান্ড হারলে সুবিধা হরমনপ্রীত কৌরের ভারতের। শ্রীলঙ্কা জিতলে চাপ বাড়বে পর পর দুই ম্যাচ হারা ভারতের। খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এ বার সেই মন্তব্যকে হাতিয়ার করে সরব হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া সংগঠনগুলি। মঙ্গলবার রাত আটটায় ‘আবার রাতদখল’ কর্মসূচির ডাক দিয়েছে তারা। কলকাতার কসবা, আরজি কর হাসপাতাল এবং দুর্গাপুরে সংগঠিত ভাবে একই কর্মসূচি করবে তারা।

Durgapur Rape India vs West Indies 2025 ifa shield ICC Women\'s ODI World Cup 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy