নিয়োগ দুর্নীতি: সুপারিশের তালিকায় বিজেপি নেতা ও নেত্রীর নাম ঘিরে জল্পনা
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে এ বার নাম জড়াল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী ভারতী ঘোষের। নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লারও। বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে সিবিআই যে নথি উদ্ধার করেছিল, সেই নথিতে নাম-পরিচয়ের উল্লেখ রয়েছে। সেই নথি আনন্দবাজার অনলাইনেরও হাতে এসেছে। সিবিআই সূত্রে খবর, নথি থেকে তদন্তকারীদের অনুমান, দিব্যেন্দু, ভারতী, মমতাবালা এবং শওকতেরা অনেক চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এবং বর্তমানে জেলবন্দি)-এর কাছে। নথিতে সেই সব চাকরিপ্রার্থীরই নাম রয়েছে। এ বিষয়ে বলে রাখা প্রয়োজন, ২০১৪ সালের প্রাথমিকের পরীক্ষায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ২০২২ সাল থেকে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যে বছরের পরীক্ষা নিয়ে এত বিতর্ক, সেই সময় দিব্যেন্দু এবং ভারতী দু’জনের কেউই বিজেপিতে ছিলেন না। পরে তাঁরা বিজেপিতে যোগ দেন। সিবিআইয়ের ওই নথিতে বিধায়ক পরিচয়ে নাম রয়েছে নির্মল ঘোষ, বীণা মণ্ডল, শওকত মোল্লা, শ্যামল সাঁতরা, রমেন্দ্রনাথ বিশ্বাস, গুলশন মল্লিকেরও। সকলেই তৃণমূলের নেতানেত্রী। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।
আমেরিকা থেকে ফেরত আসছেন আরও অবৈধবাসী
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে, আজই আমেরিকা থেকে দ্বিতীয় দফায় দেশে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ ভারতীয় অভিবাসীদের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আজ ১১৯ জন অবৈধবাসীকে আমেরিকা থেকে ভারতে পাঠানো হচ্ছে। রাত ১০টা নাগাদ বিমানটি পঞ্জাবের অমৃতসরে অবতরণ করার কথা। ওই ১১৯ জনের মধ্যে ৬৭ জন পঞ্জাবের বাসিন্দা। এ ছাড়া হরিয়ানা, গুজরাত, উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরের বাসিন্দাও রয়েছেন বলে সূত্রের খবর। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জন অবৈধবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
মোদী-ট্রাম্প বৈঠক ঘিরে পর্যালোচনা-বিশ্লেষণ-বিতর্ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক এবং অন্য কূটনৈতিক বিষয়ে বৈঠক হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলোচনায় উঠে এসেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির প্রসঙ্গও। বাংলাদেশ প্রসঙ্গকে মোদীর উপরেই ছেড়ে দিয়েছেন ট্রাম্প। দুই রাষ্ট্র নেতার যৌথ বিবৃতিতে সন্ত্রাস দমনে কড়া বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে। উঠে এসেছে চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতির কথাও। আমেরিকা এ বিষয়ে মধ্যস্থতায় আগ্রহীও হয়। তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ভারত। পাশাপাশি ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিশাও উঠে এসেছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তিকে ‘অপূর্ব’ বলে ব্যাখ্যা করেছে ট্রাম্প প্রশাসন। এ ছাড়া প্রতিরক্ষা, পারমাণবিক শক্তিতে ভারতের সঙ্গে সহযোগিতার বার্তা দিয়েছে আমেরিকা। মোদী-ট্রাম্প বৈঠকে ভারতের লাভ-ক্ষতির হিসাবের দিকে নজর থাকবে আজ।
বাংলাদেশের আইনশৃঙ্খলা এবং প্রশাসনের পরিস্থিতি
গাজীপুরের অশান্তির পর থেকে লাগাতার ধরপাকড় চলছে বাংলাদেশে। চলছে 'অপারেশন ডেভিল হান্ট’। দেশজুড়ে চলছে দুষ্কৃতীদের খোঁজ। গত এক সপ্তাহে গ্রেফতারির সংখ্যা চার হাজার ছুঁইছুঁই। প্রথম আলো অনুসারে, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বিশেষ অভিযান 'শয়তানের খোঁজ' চলাকালীন ৫০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, রামদা, ছুরি। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন বাংলাদেশের জুলাই আন্দোলন এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তা নিয়েও বিস্তর আলোচনা চলছে। এ সবের মধ্যেই উকিঝুঁকি মারছে নির্বাচনের দাবিও। এই পরিস্থিতিতে বাংলাদেশের ঘটনাপ্রবাহের দিকে নজর থাকবে শনিবার।
সপ্তাহান্তে আরও একটু শীতের আমেজ, ফের পারদ চড়বে কবে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি কমতে পারে। তবে তার পর আবার পারদ চড়বে। সোমবার, ১৭ ফেব্রুয়ারি থেকে পারদ আবার দু’তিন ডিগ্রি চড়বে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে।