Advertisement
E-Paper

এসএসসির উত্তরপত্র প্রকাশ। হ্যান্ডশেক বিতর্ক ভারত-পাক ম্যাচে । বাংলাদেশের মরণ-বাঁচন ম্যাচ। আর কী কী নজরে

পর পর দু’টি রবিবার চাকরির পরীক্ষা নেওয়ার পরে এ বার উত্তরপত্র প্রকাশ করতে উদ্যোগী হয়েছে কমিশন। আজ নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবে কমিশন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

গত ৭ এবং ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ পরীক্ষা হয়ে গিয়েছে। ৭ সেপ্টেম্বর ছিল নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা। ১৪ সেপ্টেম্বর ছিল একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা। পর পর দু’টি রবিবার চাকরির পরীক্ষা নেওয়ার পরে এ বার উত্তরপত্র প্রকাশ করতে উদ্যোগী হয়েছে কমিশন। আজ নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবে কমিশন। এই উত্তরপত্র চ্যালেঞ্জ করারও সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এর পরে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা উত্তরপত্রও প্রকাশ করতে পারে কমিশন।

শুল্কযুদ্ধের আবহে ভারত এবং আমেরিকার মধ্যে এক কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে। তবে সম্প্রতি ভারত প্রসঙ্গে সুর নরম করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আলোচনাতেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এই অবস্থায় সোমবার সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, আজ নয়াদিল্লিতে ভারত এবং আমেরিকার প্রতিনিধিরা বাণিজ্য নিয়ে আলোচনায় বসতে পারেন। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল নিয়ে আর কারও উৎসাহ নেই। চ্যাম্পিয়ন কে হবে, তা নিয়েও মাথাব্যথা নেই। সব কিছুকে ছাপিয়ে গিয়েছে হ্যান্ডশেক বিতর্ক। রবিবার ম্যাচের আগে টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি পাকিস্তান অধিনায়ক সলমন আঘার সঙ্গে। ম্যাচের পরেও ভারতীয় ক্রিকেটারেরা কেউ হাত মেলাননি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে। এই নিয়ে বিতর্ক চরমে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছে পাকিস্তান। আইসিসি-র কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাক বোর্ড। ক্রমশ বাড়ছে বিতর্ক। হ্যান্ডশেক বিতর্কের সব খবর।

গত সপ্তাহে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু আদালত চন্দ্রনাথের জামিনের আবেদন মঞ্জুর করে। তবে কিছু শর্ত চাপিয়েছিল আদালত। জানিয়েছে, জামিন পেলেও আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না মন্ত্রী। তদন্তে সহযোগিতা করতে হবে। যত দিন এই সংক্রান্ত শুনানি শেষ না-হচ্ছে, তত দিন এই নিয়ম মানতে হবে। আজ সেই মামলার শুনানি সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

এশিয়া কাপে আজ আবার ‘বড়’ ম্যাচ। গ্রুপ পর্বে বাংলাদেশের এটি শেষ ম্যাচ। তাদের সামনে আফগানিস্তান। বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে, একটি হেরেছে। আফগানিস্তান একটিই ম্যাচ খেলে জিতেছে। ফলে আজ বাংলাদেশের সামনে মরণ-বাঁচন ম্যাচ। খেলা রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আজ ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর মধ্যে আজ পুরুলিয়া, বাঁকুড়ায় হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলাতেও রয়েছে দুর্যোগের সতর্কতা। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ আজ মোহনবাগানের খেলা। বিপক্ষে তুর্কমেনিস্তানের আহাল এফকে। গ্রুপ সি-তে থাকা দলগুলির আজই প্রথম খেলা। হোসে মোলিনার দলের এটি হোম ম্যাচ। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭:১৫ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

বিশ্ব অ্যাথলেটিক্সে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছেন সরবেশ অনিল কুশারে। প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পের ফাইনালে উঠেছেন সরবেশ। আজ পদক জিতলে আরও বড় ইতিহাস রচনা করবেন তিনি। ফাইনাল বিকেল ৫:০৫ থেকে। সম্প্রচার স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day SSC Exam India US Tariff Row Asia Cup 2025 Chandranath Sinha Weather Today World Athletics Championships AFC Champions League Two
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy