Advertisement
E-Paper

রাজীব কুমারের আগাম জামিনের মামলার শুনানি। দুর্গাপুরকাণ্ডের তদন্ত কোন পথে। আর কী নজরে

দুর্গাপুরে ‘নির্যাতিতা’ ডাক্তারি ছাত্রীর সহপাঠী-বন্ধুকে নিয়ে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। বৃহস্পতিবার সকালে ওই যুবককে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ এই তদন্ত কোন পথে, সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আগাম জামিন এবং তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ২০১৯ সালে রাজীবকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। গত সোমবার শীর্ষ আদালতে ওই মামলাটির শুনানি ছিল। প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ প্রশ্ন তোলে, ৬ বছর পরে কেন ওই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে? আজ এই মামলায় সুপ্রিম কোর্ট কী জানায় সে দিকে নজর থাকবে।

দুর্গাপুরে ‘নির্যাতিতা’ ডাক্তারি ছাত্রীর সহপাঠী-বন্ধুকে নিয়ে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। বৃহস্পতিবার সকালে ওই যুবককে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে যে পাঁচ জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল, তাঁদের এবং ‘নির্যাতিতা’র বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হয় ওই সহপাঠীর বয়ান। কারণ, মূলত বয়ানে অসঙ্গতির কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই কারণেই বার বার তাঁর বয়ান যাচাই করার চেষ্টা করছেন তদন্তকারীরা। আজ এই তদন্ত কোন পথে, সে দিকে নজর থাকবে।

আজ কালীপুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিরিশ পার্কের ফাইভ স্টার ক্লাবের পুজোর উদ্বোধন দিয়ে নিজের কর্মসূচি শুরু করবেন তিনি। এর পর জানবাজার এবং পার্ক স্ট্রিট এলাকা-সহ বেশ কিছু পুজোর উদ্বোধন করবেন।

আজ রদবদল হওয়ার কথা রয়েছে গুজরাতের মন্ত্রিসভায়। বৃহস্পতিবার সে রাজ্যের ১৬ জন মন্ত্রীই (আট জন পূর্ণমন্ত্রী এবং আট জন প্রতিমন্ত্রী) মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন। রাজ্য মন্ত্রিসভার খোলনলচে আমূল বদলানো হবে বলে বিজেপির একটি সূত্র জানাচ্ছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার রাজধানী গান্ধীনগরে শপথ নিতে পারে নতুন মন্ত্রিসভা। ২০২৭ সালের শেষপর্বে গুজরাতে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে মন্ত্রিসভার রদবদলে কে কোন দায়িত্ব পান, মন্ত্রিসভা থেকে কে বাদ পড়েন, সে দিকে নজর থাকবে।

অনলাইন জুয়ার উপর দেশ জুড়ে নিষেধাজ্ঞার আর্জিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। অনলাইনে বিভিন্ন গেমের আড়ালে আসলে জুয়া খেলা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে ওই জনস্বার্থ মামলায়। বৃহস্পতিবার এ বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, আজ মামলাটি শোনা হবে। এ সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রথম দফার অনুশীলন সেরে ফেলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল বৃহস্পতিবার অস্ট্রেলিয়া পৌঁছেছে। সেখানে যাবতীয় উৎসাহ রোহিত-কোহলিকে ঘিরেই। ভারতীয় দলের সব খবর।

শনিবার আবার কলকাতা ডার্বি। আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই মরসুমে এই নিয়ে তৃতীয় বার মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান। কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জিতেছে ইস্টবেঙ্গল। শনিবার যুবভারতীতে মুখোমুখি হওয়ার আগে কী ভাবে প্রস্তুতি সারছে দুই দল? থাকছে সব খবর।

মহিলাদের বিশ্বকাপে রবিবার ভারতের মরণ-বাঁচন ম্যাচ। হরমনপ্রীত কৌরের ভারত খেলবে ইংল্যান্ডের সঙ্গে। এই ম্যাচে হারলেই ভারতের সেমিফাইনালে ওঠার আশা কঠিন হয়ে যাবে। তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। এই ম্যাচের আগে ভারতীয় দলের খবর।

রঞ্জি ট্রফিতে প্রথম ইনিংসে উত্তরাখণ্ডের রান টপকে গিয়েছে বাংলা। উত্তরাখণ্ডের ২১৩ রানের জবাবে বাংলা দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটে ২৭৪ রান তুলেছে। মাত্র ২ রানের জন্য শতরান পাননি সুদীপ চট্টোপাধ্যায়। সুমন্ত গুপ্ত ৮২ রানে উইকেটে। আজ তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

News of the Day Rajeev Kumar Durgapur Kalipujo 2025 Mamata Banerjee Cabinet Bhupendra Patel Supreme Court of India Online games Online Betting Indian Cricket team Kolkata Derby ifa shield cricket world cup Women Cricket Ranji Trophy 2025-26 India vs England
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy