Advertisement
E-Paper

সিঙ্গুরে প্রধানমন্ত্রী মোদীর কর্মসূচি। কৃষ্ণনগরে রোড শো অভিষেকের। ভারত বনাম নিউ জ়িল্যান্ড। আর কী

সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক সভার পাশাপাশি রয়েছে রাজনৈতিক সভাও। উন্নয়নমূলক প্রকল্পের জন্য প্রায় ৮৩০ কোটি টাকার শিলান্যাস করার কথা মোদীর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ হুগলির সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁর প্রশাসনিক সভার পাশাপাশি রয়েছে রাজনৈতিক সভাও। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। পৌনে ৩টে নাগাদ তাঁর প্রশাসনিক সভা শুরুর কথা রয়েছে। সেখানে উন্নয়নমূলক প্রকল্পের জন্য প্রায় ৮৩০ কোটি টাকার শিলান্যাস করার কথা মোদীর। এ ছাড়াও, প্রধানমন্ত্রী সিঙ্গুরের বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করবেন। পাশাপাশি, শিলান্যাস করবেন জলপথ পরিবহণ টার্মিনাল এবং একটি রেল ওভারব্রিজও। তাঁর উদ্বোধন করার কথা জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের। এই রেললাইনটি তারকেশ্বর–বিষ্ণুপুর নতুন রেললাইন প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই নতুন সংযোগের ফলে বাঁকুড়া ও হুগলি জেলার মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে। সাড়ে ৩টে নাগাদ সিঙ্গুরে জনসভা করবেন মোদী। আজ আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করার কথা রয়েছে তাঁর।

আজ নদিয়া সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে রোড শো করবেন তিনি। একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে হুগলির সিঙ্গুরে। মোদীর সফরের দিনে অভিষেকের কর্মসূচি থেকে তিনি পাল্টা কী বলেন সেই খবরে নজর থাকবে।

আজ ভারত বনাম নিউ জ়িল্যান্ড তৃতীয় এক দিনের ম্যাচ। এটিই সিরিজ়ের শেষ ম্যাচ। ১-১ অবস্থায় থাকা সিরিজ়ের আজ ‘ফাইনাল’। যারা জিতবে সিরিজ় তাদের। প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে শুভমন গিলের দল। দ্বিতীয় ম্যাচে রান পাননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। আজ কি রান পাবেন? ভারত কি জয়ে ফিরবে? খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

এখনও অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা। কোনও কিছুতেই জট খুলছে না। বাংলাদেশের ক্রিকেটে অভ্যন্তরীণ নানা বিতর্কও তৈরি হচ্ছে। আবার নতুন কি বিতর্ক তৈরি হবে আজ? বিশ্বকাপের জটিলতা কি কাটবে? থাকছে সব খবর।

শুক্রবার পর্যন্তও বারাসতের হাসপাতালে ভর্তি দুই নার্সের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। তাঁদের ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছিল। তবে এক নার্সের অবস্থা এখন খানিক স্থিতিশীল। অন্য জনের অবস্থারও নতুন করে অবনতি হয়নি বলেই হাসপাতাল সূত্রের খবর। অন্য দিকে, ওই দুই নার্স গত কয়েক দিনে কোন কোন ব্যক্তির সম্পর্শে এসেছিলেন, তা জানতে ‘কন্ট্যাক্ট ট্রেসিং’-এর কাজ শুরু হয়েছিল। সমস্ত ব্যক্তিকে শনাক্ত করে তাঁদের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষাগারে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই সব নমুনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ, এখনও পর্যন্ত তাঁদের শরীরে নিপা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন। প্রথম দিনই নামছেন পুরুষ ও মহিলাদের দুই শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ় ও আরিনা সাবালেঙ্কা। এ ছাড়াও রয়েছে পুরুষদের তৃতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভের খেলাও। ভোর ৫:৩০ থেকে সম্প্রচার শুরু। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের পাশাপাশি দক্ষিণের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটার পর্যন্ত। দুই বঙ্গেই আপাতত আগামী দু’দিন তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। তার পর ধীরে ধীরে পারদ দুই থেকে তিন ডিগ্রি চড়বে।

ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেটে সেরা দল কারা, জানা যাবে আজ। বিজয় হজারে ট্রফির ফাইনাল আজ। মুখোমুখি বিদর্ভ ও সৌরাষ্ট্র। সেমিফাইনালে কর্নাটককে হারিয়েছে বিদর্ভ। অন্য দিকে পঞ্জাবকে হারিয়ে ফাইনালে উঠেছে সৌরাষ্ট্র। বেঙ্গালুরুতে খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Narendra Modi Abhishek Banerjee India Vs New Zealand ICC T20 World Cup Nipah Australian Open Weather Update Vijay Hazare Trophy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy