দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
চলতি জেলাসফরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে পুরুলিয়ায়। গত লোকসভা নির্বাচনে এই আসনটি ধরে রেখেছে বিজেপি। পদ্মশিবিরের শক্তি থাকা পুরুলিয়ায় গিয়ে অভিষেক কী বার্তা দেন, সেই খবরে আজ নজর থাকবে।
এক দিনের সিরিজ়ে হেরে গিয়েছে ভারত। ইতিহাস গড়েছে নিউ জ়িল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ়ে প্রতিশোধ নিতে নামবেন সূর্যকুমার যাদবেরা। পাশাপাশি, বিশ্বকাপের আগে দলকে সঠিক ভাবে প্রস্তুত করাও লক্ষ্য তাঁদের। সন্ধ্যা ৭টা থেকে ম্যাচ শুরু। দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। তার পরের কয়েক দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণে পারদ চড়লেও উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
গ্রুপের দু’টি ম্যাচই জিতে ইতিমধ্যেই বিশ্বকাপের শেষ আটে উঠে গিয়েছে ইংল্যান্ড। বুধবার তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রতিবেশী দেশকে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে চাইবে ইংল্যান্ড। একই লক্ষ্য আফগানিস্তানেরও। তারা খেলবে গ্রুপের সবচেয়ে দুর্বল দল তানজ়ানিয়ার বিপক্ষে। দু’টি ম্যাচই শুরু দুপুর ১টা থেকে। দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
আইপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে বেঙ্গালুরু। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকার লড়াই চারটি দলের মধ্যে। বুধবার বডোদরায় নামবে ইউপি এবং গুজরাত। দুই দলই রয়েছে চার পয়েন্টে। যারা জিতবে তারাই প্লে-অফের দিকে এক পা এগিয়ে যাবে। সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
শীর্ষবাছাই কার্লোস আলকারাজ় দ্বিতীয় রাউন্ডে নামবেন ইয়ানিক হাফম্যানের বিরুদ্ধে। তার ঠিক আগে মেয়েদের শীর্ষবাছাই এরিনা সাবালেঙ্কা খেলবেন জ়ুয়োজ়ুয়ান বাইয়ের বিরুদ্ধে। এ ছাড়া তৃতীয় বাছাই কোকো গফ, আলেক্স ডি মিনর, মিরা আন্দ্রিভা, ড্যানিল মেদভেদেভদেরও ম্যাচ রয়েছে। ভোর ৫.৩০টা থেকে শুরু খেলা। দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।
২১ জানুয়ারির মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে বাংলাদেশকে। বুধবারই শেষ দিন। বাংলাদেশ নিজের অবস্থানে অনড় থাকবে না কি ভারতে খেলতে আসবে, তা জানা যাবে এ দিনই।