দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আগামী বছর রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে আজ ইভিএম নিয়ে নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ওই প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণে নির্বাচনের কাজে যুক্ত সব জেলার জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকের উপস্থিত থাকার কথা। কমিশন সূত্রে খবর, আগামী জানুয়ারি থেকে ‘ইভিএম চেকিং’-এর কাজ শুরু হবে। তখন এলাকাভিত্তিক রাজনৈতিক দলগুলিকে ডাকা হবে। তার আগে আধিকারিকদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।
গুয়াহাটি পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হেরে সিরিজ়ে পিছিয়ে রয়েছে ভারত। শুভমন গিলকে এই টেস্টে পাওয়ার সম্ভাবনা কার্যত নেই। সরকারি ভাবে এখনও কিছু জানানো না হলেও মনে করা হচ্ছে, ঘাড়ের চোট সারিয়ে তাঁর খেলার সম্ভাবনা নেই। তিনি না পারলে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। শনিবার থেকে শুরু হতে চলা টেস্ট জিততে না পারলে সিরিজ় হেরে যাবে ভারত। থাকছে সব খবর।
এশিয়া কাপ রাইজিং স্টারস প্রতিযোগিতায় আজ বৈভব সূর্যবংশীদের সেমিফাইনাল ম্যাচ। শেষ চারে ভারতের সামনে বাংলাদেশ। গ্রুপ পর্বে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহিকে হারালেও পাকিস্তানের কাছে হেরে গিয়েছে বৈভবেরা। সেমিফাইনাল ম্যাচ বিকেল ৩টে থেকে। আজ আরও একটি সেমিফাইনাল রয়েছে। মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচ রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
আজ থেকে শুরু হয়ে যাচ্ছে অ্যাশেজ়। ক্রিকেটে অন্যতম সেরা লড়াই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের যুদ্ধ। বহু ইতিহাস, নজিরের সাক্ষী অ্যাশেজ়। পাঁচ টেস্টের সিরিজ়ের প্রথম টেস্ট পার্থে। প্যাট কামিন্স না থাকায় অস্ট্রেলিয়াকে এই টেস্টে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ১৫ বছর অস্ট্রেলিয়ার মাটিতে একটিও টেস্ট জিততে পারেনি ইংল্যান্ড। বেন স্টোকসের দল কি এ বার পরিসংখ্যান বদলাতে পারবে? খেলা শুরু সকাল ৭:৫০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। শনিবার নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বলে জানিয়েছে আলিপুর। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার কথা। এর জেরে শীতের আমেজের মুখে তাপমাত্রা ফের খানিকটা বেড়ে গিয়েছে বঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রি বেড়ে যেতে পারে। তার পরের তিন দিন পারদ ওঠানামার বিশেষ সম্ভাবনা নেই। শনি ও রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। মূলত দার্জিলিঙেই বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া।
অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ ক্রিকেট লিগে খেলছেন জেমাইমা রদ্রিগেজ়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দলের একমাত্র জেমাইমাই এখন খেলছেন। তবে বিগ ব্যাশে তাঁর ব্যাটে রান নেই। প্রথম তিনটি ম্যাচে তিনি ৬, ১১ এবং ২০ রান করেছেন। তাঁর দল ব্রিসবেন হিট তিনটি ম্যাচেই হেরেছে। আজ চতুর্থ ম্যাচে জেমাইমাদের সামনে সিডনি থান্ডার। খেলা দুপুর ২:৪০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার সাধারণ মানুষেরা সরাসরি নিজেদের অভিযোগ এবং সমস্যা জানাতে পারেন মেয়রকে। এই কর্মসূচির পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন ফিরহাদ। সেখানে কী কী বিষয় উঠে আসে, মেয়র কোনও বার্তা দেন কি না, সে দিকে নজর থাকবে আজ।