দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা সাড়ে তিনটে নাগাদ তাঁর নৈহাটিতে পৌঁছোনোর কথা। জানা গিয়েছে, মন্দির কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় মায়ের একটি মূর্তি অভিষেকের হাতে তুলে দেবেন। সেই খবরে নজর থাকবে।
গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েল এবং হামাসের মধ্যে শান্তি সমঝোতা করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার পরেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। যদিও পরে পরিস্থিতি আবার কিছুটা শান্ত হয়েছে। এ অবস্থায় মঙ্গলবার ইজ়রায়েলে যাচ্ছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ভান্সের ইজ়রায়েল সফরের সময়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।
পরশু বৃহস্পতিবার আবার নামছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে দু’জনেই ব্যর্থ হয়েছেন। রোহিত করেছেন ১৪ বলে ৮ রান। কোহলি ৮ বল খেলে কোনও রান করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে নামার আগে কী ভাবে তৈরি হচ্ছেন তাঁরা? প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া শুভমন গিলের ভারতীয় দলের সব খবর।
পরশু রয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলেরও ম্যাচ। বিশ্বকাপে হরমনপ্রীত কৌরদের খেলতে হবে নিউ জ়িল্যান্ডের সঙ্গে। পর পর তিন ম্যাচে হেরে কোণঠাসা ভারত। এই ম্যাচে হারলে ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচের দিকে। আশার কথা, হরমনপ্রীত রানে ফিরেছেন। ভারতীয় দলের প্রস্তুতির খবর।