দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে উজ্জীবিত তৃণমূল। সেই প্রেক্ষাপটে বাকি সময়ের সাংগঠনিক কাজ নিয়ে আজ ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় এক লক্ষ নেতা-কর্মীর সেই বৈঠকে থাকার কথা। বৈঠকে অভিষেক কী বার্তা দেন সেই খবরে নজর থাকবে।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পর পর দু’টি ম্যাচ জিতেছে ভারত। সিরিজ়ে ২-০ এগিয়ে সূর্যকুমার যাদবেরা। গত কাল রায়পুরে জয়ের পর আগামী কাল গুয়াহাটিতে তৃতীয় ম্যাচে নামবে ভারত। জিতলেই সিরিজ় পকেটে। থাকছে ভারতীয় দলের সব খবর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে উত্তর বা দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুকনোই থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে জেলাগুলিতে। তার ফলে দৃশ্যমানতায় সমস্যা হতে পারে।
ছোটদের বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। আজ গ্রুপের শেষ ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে বৈভব সূর্যবংশীরা। জিতলে গ্রুপে এক নম্বরে শেষ করবে ভারত। আজ দুপুর ১টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
মেয়েদের আইপিএলের পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছেন স্মৃতি মন্ধানারা। দিল্লি ক্যাপিটালস প্লে-অফে ওঠার লড়াইয়ে রয়েছে। আজকের ম্যাচে কি মন্ধানাদের জয়রথ থামাতে পারবেন জেমাইমা রদ্রিগেজ়রা? সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে ছন্দে রয়েছেন নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার ও ইগা শিয়নটেক। সহজে প্রতিপক্ষদের হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন তাঁরা। আজ অস্ট্রেলিয়ান ওপেনের সপ্তম দিন সিনার খেলবেন আমেরিকার এলিয়ট স্পিজ্জিরির বিরুদ্ধে। জোকোভিচের খেলা রয়েছে নেদারল্যান্ডসের বটিক ভ্যান দে জ়ান্ডস্কুল্পের বিরুদ্ধে। শিয়নটেকের ম্যাচ রয়েছে আন্না কালিনস্কায়ার বিরুদ্ধে। এই তিন তারকা ছাড়া গত বারের মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ়, নাওমি ওসাকা, জেসিকা পেগুলা, আমান্ডা আনিসিমোভা, ক্যাসপার রুড, লোরেঞ্জো মুসেত্তি, টেলর ফ্রিৎজ় ও এলেনা রিবাকিনার ম্যাচ রয়েছে আজ। খেলা শুরু ভোর ৫.৩০ মিনিট থেকে। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও সোনিলিভ অ্যাপে।