Advertisement
E-Paper

টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। বাংলাদেশে ঘোষণা হবে কি নির্বাচনী নির্ঘণ্ট। শুরু দলীপ ট্রফি। আর কী কী নজরে

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ এই খবরে নজর থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজ। সেই সংক্রান্ত কর্মসূচি হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও আজ। সেই কর্মসূচি হবে মহাজাতি সদনে। সেখানে হাজির থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আজ এই খবরে নজর থাকবে।

বাংলাদেশে নির্বাচনের দাবি গত কয়েক মাস ধরে ক্রমশ জোরালো হয়েছে। সাধারণ নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে সে দেশে। এরই মধ্যে বুধবার বাংলাদেশের নির্বাচন কমিশন সে দেশের নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে। এ অবস্থায় আজ ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয় কি না, সে দিকে নজর থাকবে।

ভারতীয় পণ্যের উপর বুধবার থেকে ৫০ শতাংশ হারে শুল্ক নিতে শুরু করে দিয়েছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই শুল্ক কার্যকর কার্যকর করার ফলে বেশ কিছু ভারতীয় পণ্যের রফতানি ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, বিকল্প বিদেশি বাজার নিয়েও আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে মার্কিন বাণিজ্যসচিব জানিয়েছেন, ভারত এবং আমেরিকার মধ্যে দিনের শেষে সব ঠিকঠাক হয়ে যাবে বলে মনে করছেন তিনি। এই আবহে বাণিজ্য পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

জম্মু ও কাশ্মীরে গত তিন দিনের ভারী বৃষ্টিতে বিভিন্ন নিচু জায়গায় জল জমে গিয়েছে। জম্মুর বিভিন্ন নিচু এলাকা থেকে এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শ্রীনগরে ঝিলম নদী প্রায় কানায় কানায় ভরে গিয়েছে। নদীর জলস্তর বিপদসীমা ছুঁইছুঁই। মঙ্গলবার বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধস নেমে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগের আগাম সতর্কবার্তা থাকার পরেও কেন বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তা খোলা ছিল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আজ সুপ্রিম কোর্টে আইএসএল মামলার শুনানি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আইনি লড়াই চলছে আইএসএলের আয়োজক এফএসডিএল-এর। এসবের মধ্যে ফিফা চিঠি দিয়ে ফেডারেশনকে দ্রুত নির্বাচন করতে বলেছে। না হলে আবার নির্বাসনের মুখে পড়বে এআইএফএফ। কী হবে শুনানিতে? কী বলবে আদালত? থাকছে সব খবর।

আজ থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। রয়েছে চার দিনের দু’টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। পূর্বাঞ্চলের মুখোমুখি উত্তরাঞ্চল। অন্য ম্যাচে লড়াই মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের। দুটি ম্যাচেই দেখা যাবে ভারতীয় দলের ক্রিকেটারদের। উত্তরাঞ্চলের হয়ে খেলবেন অর্শদীপ সিংহ, হর্ষিত রানা। পূর্বাঞ্চলের হয়ে খেলতে দেখা যাবে ঈশান কিশন, অভিমন্যু ঈশ্বরণ, রিয়ান পরাগ, মহম্মদ শামি, মুকেশ কুমারকে। ধ্রুব জুরেল, রজত পাটীদার, কুলদীপ যাদব খেলবেন মধ্যাঞ্চলের হয়ে। দু’টি ম্যাচই শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ আগামী দু’দিনে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে সমুদ্র এখন উত্তাল থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দুর্যোগের সম্ভাবনা বাড়বে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

ইউএস ওপেনে আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামছেন জানিক সিনার। শীর্ষ বাছাই সিনারের সামনে অবাছাই আলেক্সি পপিরিন। রয়েছে তৃতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভের খেলাও। তাঁকেও খেলতে হবে অবাছাই খেলোয়াড়ের বিরুদ্ধে। বিপক্ষে জেকব ফার্নলি। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক খেলবেন সুজ়ান লামেন্সের সঙ্গে। তৃতীয় বাছাই কোকো গফের বিপক্ষে ডোনা ভেকিচ। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day TMCP Mamata Banerjee Abhishek Banerjee Bangladesh Election India-US jammu kashmir FSDL AIFF Duleep Trophy Weather Today US Open 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy