কসবার ল কলেজে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছেন তিন অভিযুক্ত, তদন্ত কোন পথে
গত বছর আরজি কর-কাণ্ডের পর এ বার কলকাতার ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতর ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তার ভিত্তিতে বৃহস্পতিবার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক জন কলেজের প্রাক্তনী। বাকি দু’জন কলেজের বর্তমান ছাত্র। ধৃতদের শুক্রবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা, অতিরিক্ত সিপি সন্তোষ পাণ্ডে এবং ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দলও। এখন দেখার এই ঘটনার তদন্ত কোন পথে এগোয়। ধৃতদের সঙ্গে তৃণমূলের যোগও স্পষ্ট হয়েছে। তা নিয়ে পথে নেমেছে বিরোধীরা। শাসকদল বিরোধীদের পাল্টা আক্রমণ করেছে। পাশাপাশি, তারাও অভিযুক্তদের শাস্তির দাবি করেছে। আরজি করের ঘটনার পর শহরে আরও একটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিরোধীরা কোন পথে হাঁটে, সে দিকেও নজর থাকবে আজ।
মার্কিন-চিন বাণিজ্যচুক্তির মতো কি ভারত-আমেরিকা চুক্তি ‘সহজে’ হবে
শুল্ক সংঘাত কাটিয়ে চিনের সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি করে ফেলেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চিনের পরেই হয়তো ভারতের সঙ্গে ‘খুব বড়’ বাণিজ্যচুক্তি করতে চলেছেন তাঁরা। যদিও সব দেশের সঙ্গে যে এই ধরনের বাণিজ্যচুক্তি করবে না আমেরিকা, তা-ও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। বস্তুত, ট্রাম্পের শুল্কনীতি ঘিরে বিশ্বব্যাপী উত্তেজনা ছড়ানোর আগে থেকেই নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্য আলোচনা শুরু হয়েছিল। ইতিমধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়ে গিয়েছে দুই দেশের। ভারতীয় প্রতিনিধিরা আমেরিকায় গিয়ে বৈঠক করেছেন। মার্কিন প্রতিনিধিরাও ভারত ঘুরে গিয়েছেন। গত মাসেই আমেরিকার বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছিলেন, শীঘ্রই ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক বোঝাপড়া চূড়ান্ত হবে। সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল স্পষ্ট করে দিয়েছেন, দু’দেশের অর্থনীতিই যাতে লাভবান হয়, তা মাথায় রেখে স্বচ্ছ বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে আমেরিকার সঙ্গে। এ অবস্থায় ভারত-আমেরিকা আলোচনা কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।
যুদ্ধবিরতি হলেও পশ্চিম এশিয়ার পরিস্থিতি কেমন
ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতি হলেও চাপা উত্তেজনা এখনও কাটছে না পশ্চিম এশিয়ায়। ইরান এবং আমেরিকার মধ্যে পরমাণু চুক্তির ভবিষ্যৎ কী, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আগামী সপ্তাহে ইরান-আমেরিকা বৈঠক হতে পারে। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, এখনই তাদের আমেরিকার সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার কোনও পরিকল্পনা নেই। এ অবস্থায় আগামী সপ্তাহে বৈঠক আদৌ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংবাদমাধ্যম সিএনএন সূত্রে খবর, ইরানকে আলোচনার টেবিলে বসানোর জন্য গোপনে কূটনৈতিক পদক্ষেপ শুরু করেছে ট্রাম্পের প্রশাসন। পরমাণু চুক্তি নিয়ে বৈঠক ঘিরে অনিশ্চয়তার মাঝে পশ্চিম এশিয়ার পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।
অনুশীলন শুরু করে দিয়েছে শুভমনের ভারত, সব খবর
আগামী বুধবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। বার্মিংহ্যামে অনুশীলন শুরু করে দিয়েছেন শুভমন গিলেরা। শুক্রবার রুদ্ধদ্বার অনুশীলন করেছে ভারতীয় দল। জানা গিয়েছে, জসপ্রীত বুমরাহ অনুশীলন করেননি। ফলে দ্বিতীয় টেস্টে তাঁর না খেলার সম্ভাবনা আরও জোরদার হয়েছে। ভারতীয় দলের সব খবর।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ! রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের উপরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। আর তার প্রভাবে রাজ্যের সব জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোনও কোনও জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শুরু ভারত বনাম ইংল্যান্ড মহিলাদের টি২০ সিরিজ়
ভারতের মহিলা দলও এখন ইংল্যান্ড সফরে। তবে শুভমন গিলেরা যেখানে শুধু লাল বলের সিরিজ় খেলবেন, সেখানে হরমনপ্রীত কউরের দল শুধু সাদা বলের সিরিজ় খেলবেন। আজ থেকে শুরু হচ্ছে সিরিজ়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচ নটিংহ্যামে। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
চলছে জোড়া টেস্ট, ভাল জায়গায় ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, কী হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-ইংল্যান্ড সিরিজ় ছাড়াও চলছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ় এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ়। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ় প্রথম টেস্ট জমে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৮২ রানে এগিয়ে, হাতে ৬ উইকেট। আজ তৃতীয় দিনের খেলা। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। এই ম্যাচ দেখা যাবে ফ্যানকোড অ্যাপে। বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের আজ চতুর্থ দিনের খেলা। ইনিংস হার বাঁচাতে বাংলাদেশের এখনও দরকার ৯৬ রান, হাতে ৪ উইকেট। খেলা শুরু সকাল ১০টা থেকে। এই ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টারের লড়াই শুরু, রয়েছে জোড়া ম্যাচ
ক্লাব বিশ্বকাপে আজ শুরু প্রি-কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে মুখোমুখি পামেইরাস ও বোটাফোগো। এই ম্যাচ রাত ৯:৩০ থেকে। পরের ম্যাচে লড়াই বেনফিকা ও চেলসির। এই ম্যাচ রাত ১:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে ডিএজ়েডএন ওয়েবসাইট এবং অ্যাপে।