মুখ্যমন্ত্রীর বিজ্ঞপ্তি-ঘোষণায় অখুশি চাকরিহারা ‘যোগ্য’দের আন্দোলন এ বার কোন পথে
চাকরিহারাদের পক্ষে আইনি লড়াই চালানোর পাশাপাশি, সুপ্রিম কোর্টের নির্দেশও মেনে চলতে হচ্ছে রাজ্য সরকারকে। এবং সেই নির্দেশ মতোই নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে। মঙ্গলববার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই ঘোষণাই করেছেন। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় হতাশ চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের প্রশ্ন, কেন আবার পরীক্ষায় বসতে হবে? দাবি, সাত বছর চাকরি করার পর আবার ‘যোগ্যতা’ প্রমাণ করার মতো মানসিক অবস্থা তাঁদের নেই! তিন সপ্তাহের বেশি সময় ধরে বিকাশ ভবনের সামনে ধর্না-আন্দোলন চালাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তাঁদের আন্দোলন কোন পথে এগোবে, নজর থাকবে আজ সেই খবরে।
পোস্টিং বিতর্ক: আইনি পরামর্শ নেবেন দেবাশিসেরা
দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া— আরজি কর আন্দোলনের অন্যতম তিন মুখের সরকারি ‘পোস্টিং’ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাঁদের অভিযোগ, কোথায় তাঁরা নিয়োগ চান, নিয়ম মেনে কাউন্সেলিং প্রক্রিয়ায় তা সিনিয়র রেসিডেন্টদের কাছে জানতে চাওয়া হয়েছিল। তার পরেও শুধুমাত্র তাঁরা তিন জন পছন্দের জায়গায় ‘পোস্টিং’ পাননি। দেবাশিস জানিয়েছেন, এই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছেন তাঁরা। অনিকেতরা জানিয়েছেন, স্বাস্থ্য ভবনের এই পদক্ষেপকে ‘প্রতিহিংসা’ হিসাবেই দেখছেন তাঁরা। নাগরিক সমাজকে পাশে নিয়ে যে ভাবে আন্দোলন করা যায়, তা করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ তাঁদের পদক্ষেপ কী হয়, সে দিকে নজর থাকবে।
গ্রাফিক আনন্দবাজার ডট কম।
রাশিয়া থেকে আসছে নতুন রণতরী, অপেক্ষায় ভারত
রাশিয়ায় তৈরি একটি নতুন রণতরী ‘তমাল’ এ বার শামিল হবে ভারতীয় নৌসেনায়। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম এই যুদ্ধজাহাজটি ২০১৬ সালের ভারত-রাশিয়া চুক্তির অঙ্গ। চলতি বছরের জুন মাসে নতুন রণতরীটি ভারতীয় নৌসেনায় যুক্ত হওয়ার কথা। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, ২৮ মে যুদ্ধজাহাজ ‘তমাল’কে ভারতের হাতে তুলে দেবে রাশিয়া। নতুন এই রণতরীতে ব্রহ্মস ছাড়াও রয়েছে টর্পেডো বহনের ক্ষমতা, যা অচিরেই যে কোনও ডুবোজাহাজকে ধ্বংস করতে সক্ষম। এ ছাড়া জাহাজে হেলিকপ্টার ওঠানামার ব্যবস্থাও থাকছে। গত কয়েক বছর ধরেই বিভিন্ন যুদ্ধসরঞ্জাম ভারতেই তৈরি করায় গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী দিনে এর পরিধি আরও বিস্তৃত করার ভাবনা রয়েছে কেন্দ্রের। সূত্রের খবর, ‘তমাল’ই ভিন্ দেশ থেকে ভারতে আনা শেষ রণতরী হতে চলেছে।
স্থলভাগের দিকে এগোচ্ছে নিম্নচাপ, ঝড়বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরের উপর মঙ্গলবার সকালে তৈরি হয়েছে নিম্নচাপ। ক্রমেই এগোচ্ছে স্থলভাগের দিকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। দক্ষিণ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণের সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না।
ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ড, নামবেন আলকারাজ়, সিনার
আজ ফরাসি ওপেনের চতুর্থ দিন। পুরুষদের সিঙ্গলসে শীর্ষবাছাই ইয়ানিক সিনার ও দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ় খেলতে নামবেন। সিনারের খেলা রিচার্ড গাসকেটের বিরুদ্ধে। আলকারাজ় মুখোমুখি হবেন ফাবিয়ান মারোজসানের। খেলতে নামবেন তৃতীয় বাছাই আলেকজ়ান্ডার জ়েরেভও। মহিলাদের সিঙ্গলসেও রয়েছে কয়েকটা বড় ম্যাচ। শীর্ষবাছাই এরিনা সাবালেঙ্কা খেলতে নামবেন জ়িল টেইচমানের বিরুদ্ধে। লাল সুরকির রানি ইগা শিয়নটেকের ম্যাচ রয়েছে এমা রাডুকানুর বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ডেই কঠিন চ্যালেঞ্জের মুখে শিয়নটেক। মহিলাদের দ্বিতীয় বাছাই কোকো গফেরও ম্যাচ রয়েছে রোলঁ গারোজে। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)