Advertisement
E-Paper

দুর্গা অঙ্গনের ভূমিপূজা মমতার। শাহ আজ শহরে। সুপ্রিম কোর্টে অরাবলী, উন্নাও মামলা। আর কী কী নজরে

আজ নিউটাউনে দুর্গা অঙ্গনের ভূমিপূজা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউন বাস স্ট্যান্ডের বিপরীতে অ্যাকশন এরিয়া ওয়ানে ১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠবে দুর্গা অঙ্গন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ নিউটাউনে দুর্গা অঙ্গনের ভূমিপূজা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউন বাস স্ট্যান্ডের বিপরীতে অ্যাকশন এরিয়া ওয়ানে ১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠবে দুর্গা অঙ্গন। এই কাজে খরচ ধরা হয়েছে প্রায় ২৬২ কোটি টাকা। এ বছর অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন তিনি। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে মাটিগাড়ায় নতুন মহাকাল মন্দির তৈরির জন্য জমি বরাদ্দ করার কথাও জানিয়েছেন মমতা।

দু’দিনের সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতের বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছোবেন তিনি। এ বারের সফরে কোনও প্রকাশ্য কর্মসূচি নেই তাঁর। বরং ঘরোয়া বৈঠক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কলকাতার কার্যালয় কেশব ভবনে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। এ ছাড়াও রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি, দলের নির্বাচিতন সাংসদ এবং বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন শাহ। আগামী ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে।

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে স্বাস্থ্য পরিষেবা শিবির ‘সেবাশ্রয় ২’ শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার সূচনা হয়েছিল মহেশতলা থেকে। আজ সেই উপলক্ষেই বিষ্ণুপুর বিধানসভার মডেল ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। সেই খবরে নজর থাকবে।

উন্নাওয়ের ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে শুক্রবার মামলা করেছিল সিবিআই। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির অবকাশকালীন বেঞ্চে সিবিআইয়ের করা ওই মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত ছাড়াও বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি জেকে মহেশ্বরী, বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ। আজ সকাল ১১টায় এই মামলার শুনানি হওয়ার কথা।

অরাবলী পাহাড়ের ‘সংজ্ঞা নির্ধারণ’ ও খননকার্য নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে। এই বিষয়ে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। আজ এই সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের অবকাশকালীন বেঞ্চ।

বিজয় হজারে ট্রফির প্রথম দু’টি ম্যাচে খেলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। প্রথম ম্যাচে দু’জনেই শতরান করেছেন। দ্বিতীয় ম্যাচে কোহলি রান পেলেও রোহিত পাননি। কিন্তু তৃতীয় ম্যাচে দুই তারকাই খেলবেন না। অবশ্য দিল্লির অধিনায়কের ভূমিকায় আরও একটি ম্যাচে খেলবেন ঋষভ পন্থ। মুম্বইয়ের দলে ঢুকতে পারেন যশস্বী জয়সওয়াল। এক দিনে বিজয় হজারের এলিট গ্রুপের ১৬টি ও প্লেট গ্রুপের তিনটি ম্যাচ হবে। প্রতিটি খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল ৯টা থেকে। কয়েকটি খেলা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গত কাল এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা দুই ডিগ্রি বেড়ে ১৪ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। পারদ চড়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। তবে উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডা তেমন কমেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, পারদ সামান্য চড়লেও আপাতত রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে নতুন বছরের শুরু থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে অবশ্য আগামী সাত দিনে পারদ ওঠানামার সম্ভাবনা নেই। তবে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আজ রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, নজর থাকবে সে দিকে।

News of the Day Durga Angan Mamata Banerjee Amit Shah Abhishek Banerjee Unnao case aravalli hills controversy Vijay Hazare trophy bengal weather update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy