Advertisement
E-Paper

কলেজকাণ্ডের তদন্ত। ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি কি মসৃণ হবে। নিম্নচাপ বঙ্গোপসাগরে। আর কী কী নজরে

নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নির্যাতিতার বয়ানের সঙ্গে তা মিলিয়ে দেখেই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তদন্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ০৭:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলেজকাণ্ডেও কি হবে নাগরিক আন্দোলন? সুর চড়াচ্ছে বিরোধীরা, সিটের তদন্ত কোন পথে এগোচ্ছে

কলেজকাণ্ডে সিট গড়ে তদন্ত শুরু করেছে লালবাজার। শনিবার গ্রেফতারও করা হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজের নিরাপত্তারক্ষীকে, যাঁর ঘরে আইনের এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশিই, নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নির্যাতিতার বয়ানের সঙ্গে তা মিলিয়ে দেখেই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তদন্ত। আরজি কর-কাণ্ডের পর বছর ঘুরতে না-ঘুরতেই শহরে আরও একটি ধর্ষণের ঘটনায় রাজ্য সরকার এবং শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। শনিবারও কলকাতার পাশাপাশি রাজ্যের নানা জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। শুধু রাজনৈতিক দলগুলিই নয়, পথে নামতে শুরু করেছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনও। আজ বিকালে কসবার আইন কলেজের সামনে জমায়েতের ডাক দিয়েছে একটি সংগঠন। বলা হয়েছে, ওই জমায়েতও আরজি কর পরবর্তী ‘রাতদখল’ কর্মসূচির মতোই হবে। এখন দেখার, আরজি করের ঘটনায় যে নাগরিক আন্দোলন দেখা গিয়েছিল রাজ্যে, কলেজকাণ্ডও কি সেই পথেই এগোবে?

‘কাঁটা’ অনেক, ভারতের সঙ্গেও কি আমেরিকার বাণিজ্যচুক্তি মসৃণ হবে

চিনের পরে ভারতের সঙ্গেও বাণিজ্যচুক্তি সেরে ফেলতে চাইছে আমেরিকা। তবে গোটা প্রক্রিয়া কি এতটা মসৃণ হবে, তা নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে। কূটনৈতিক এবং বণিকমহলের একাংশের মতে, চিনের সঙ্গে যতটা দ্রুত সমঝোতা করেছে আমেরিকা, ভারতের সঙ্গে সেই গতিতে বিষয়টি না-ও করে উঠতে পারে। দু’দেশের মধ্যে ইতিমধ্যে বেশ কয়েক দফায় আলোচনা হয়ে গিয়েছে। ভারতের প্রতিনিধিরা আমেরিকায় গিয়েছেন, আমেরিকার প্রতিনিধিরা ভারতে এসেছেন। তবে গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক নিয়ে মতবিরোধের কারণে তা নিয়ে চুক্তির রূপরেখা এখনও চূড়ান্ত হয়নি বলে সরকারি সূত্রের খবর। অতীতে মোদীকে ‘টাফ নেগোশিয়েটর’ বলে সম্মোধন করে, তাঁর সঙ্গে সঙ্গে দর কষাকষি করা ‘কঠিন’ বলেও উল্লেখ করেছিলেন ট্রাম্প। দু’দেশের বাণিজ্যচুক্তিতে কোনও অগ্রগতি হয় কি না, সে দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যুদ্ধবিরতি হলেও পশ্চিম এশিয়ার পরিস্থিতি কেমন

ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ থেমেছে। তবে চাপা উত্তেজনা এখনও রয়ে গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে পারে তাঁর প্রশাসন। তবে ইরান এখনও বৈঠকের বসার কথা নিশ্চিত করেনি। তেহরান জানিয়ে দিয়েছে, পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চাইলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের প্রসঙ্গে কথা বলার ধরন বদলাতে হবে ট্রাম্পকে। আবার গাজ়া ভূখণ্ডেও হামাস এবং ইজ়রায়েলের মধ্যে আগামী সপ্তাহেই সংঘর্ষবিরতি হতে পারে বলে আভাস দিয়েছেন ট্রাম্প। যদিও গাজ়ায় একতরফা হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েলি বাহিনী। পশ্চিম এশিয়ায় সার্বিক পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

বুধবার থেকে শুরু শুভমনের ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই

বার্মিংহ্যামে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের। বুধবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। প্রথম টেস্টে ৫ উইকেটে হেরে গিয়েছে শুভমন গিলের দল। ভারতীয় বোলিংয়ের প্রধান ভরসা জসপ্রীত বুমরাহর দ্বিতীয় টেস্টে না-খেলার সম্ভবনাই বেশি। ভারতীয় দলের সব খবর।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! ভারী থেকে অতি ভারী বৃষ্টি ছয় জেলায়

বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। যার জেরে আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানাল আলিপুর। সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ উত্তর ২৪ পরগনায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামিকাল অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। কলকাতা ও হাওড়াতেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত এমনটাই চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ক্লাব বিশ্বকাপে মেসিরা পারবেন কোয়ার্টারে উঠতে? বিপক্ষে পিএসজি

ক্লাব বিশ্বকাপে শুরু হয়ে গিয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই। আজ আরও দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি খেলবে লিয়োনেল মেসির ইন্টার মায়ামির বিরুদ্ধে। এই ম্যাচ রাত ৯:৩০ থেকে। এরপর রাত ১:৩০ থেকে লড়াই ফ্ল্যামেঙ্গো ও বায়ার্ন মিউনিখের।

News of the Day Kasba Rape Case India-US Relationship Donald Trump India US Trade Trade Deal Iran Isreal conflict India-England Test Series Alipore Weather Office
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy