Advertisement
E-Paper

বাংলায় প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি। এসএসসির নয়া পরীক্ষাবিধি প্রকাশ। আইপিএলে কোহলি-শ্রেয়স। আর কী

দুপুর ২টো নাগাদ এ রাজ্যের আলিপুরদুয়ারে পৌঁছোনোর কথা মোদীর। প্যারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক মঞ্চে যাবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ০৮:০১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলায় প্রধানমন্ত্রী মোদীর জোড়া কর্মসূচি, দুই জেলায় হাজার কোটির প্রকল্প-শিলান্যাস

আজ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১০টায় বাগডোগরা বিমানঘাঁটিতে নামবে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী রওনা দেবেন সিকিমে। তিন দিক দিয়ে চিন পরিবেষ্টিত পাহাড়ি রাজ্য সিকিম এখন ভারতভুক্তির ৫০ বছর উদ্‌যাপন করছে। প্রধানমন্ত্রীর সিকিম সফর তারই অঙ্গ। সিকিমে তিনি একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচনও করবেন। তার পরে হেলিকপ্টারেই পৌঁছবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। দুপুর ২টো নাগাদ এ রাজ্যের আলিপুরদুয়ারে পৌঁছোনোর কথা মোদীর। প্যারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক মঞ্চে যাবেন তিনি। দুপুর ২টো ১৫ নাগাদ সেই মঞ্চ থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য ‘নগর গ্যাস সরবরাহ’ প্রকল্পের শিলান্যাস করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানাচ্ছে, ওই প্রকল্প ১০১০ কোটি টাকার। তাতে দুই জেলায় আড়াই লক্ষ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানকেও পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার বন্দোবস্ত হবে। এ ছাড়া প্রকল্পটির আওতায় ওই দুই জেলায় ১৯টি সিএনজি স্টেশনও তৈরি হবে, যাতে সিএনজি চালিত যানবাহনে জ্বালানি ভরার সমস্যা কমে। ৩টে নাগাদ জনসভার মঞ্চে পৌঁছবেন মোদী। সেই মঞ্চে মোদীর ভাষ্য কী হতে চলেছে, গোটা রাজ্যের বিজেপি কর্মীরা সে দিকে তাকিয়ে।

নয়া পরীক্ষাবিধি প্রকাশ? কী কী পরিবর্তন রাখতে পারে এসএসসি

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর পরীক্ষার জন্য নতুন বিধি প্রকাশিত হতে পারে আজ। শিক্ষা দফতর সূত্রে খবর, নতুন পরীক্ষাবিধির খসড়া ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। নবান্ন থেকে অনুমোদন মিললে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই কমিশনের ওয়েবসাইটে নতুন পরীক্ষাবিধি প্রকাশ করা হতে পারে বলে শিক্ষা দফতর সূত্রে খবর। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার জন্য এসএসসির নতুন বিধিতে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চাকরিহারাদের জন্য অভিজ্ঞতা এবং বয়সে ছাড়ের বিষয়টিও যুক্ত করা হতে পারে সেখানে। বুধবার ওই নয়া বিধি প্রকাশিত হয় কি না, হলে কী কী পরিবর্তন আসে, সে দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গাজ়ায় লুট হচ্ছে খাবারের গাড়ি, বুভুক্ষুদের ভিড় ত্রাণশিবিরগুলিতে

ইজরায়েলি হানায় প্রতিদিনই রক্ত ঝরছেগাজ়ায়। এর মধ্যে শুরু হয়েছে খাবারের জন্য হাহাকার। রাষ্ট্রপুঞ্জ থেকে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে ঠিকই, কিন্তু তা কতটা সঠিক ভাবে বণ্টন হচ্ছে, সে নিয়ে সংশয় দানা বেঁধেছে। গত মঙ্গলবার ঘণ্টার পর ঘণ্টা ত্রাণের জন্য অপেক্ষা করার পর হঠাৎই ধৈর্যের বাঁধ ভেঙে যায় ক্ষুধার্ত গাজ়াবাসীর। ব্যারিকেড ভেঙে ত্রাণবোঝাই ট্রাকের দিকে বইতে শুরু করে জনস্রোত। শুরু হয় লুটপাট। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার থেকে গুলিও চালিয়েছে ইজ়রায়েলি সেনা। গাজ়ার হামাস প্রভাবিত সরকারি সংবাদমাধ্যমের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইজ়রায়েলি দখলদারবাহিনী সাধারণ ক্ষুধার্তদের উপর সরাসরি গুলি চালিয়েছে। গাজ়ার পরিস্থিতি এবং ইজ়রায়েল-হামাস সংঘাতের দিকে নজর থাকবে আজ।

উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ, দক্ষিণে আরও বাড়বে কি ঝড়বৃষ্টি

নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তা আরও সুস্পষ্ট আকার নিচ্ছে। ধীরে ধীরে এগোচ্ছে উপকূলের দিকে। ২৪ ঘণ্টার মধ্যে সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। বুধবার থেকেই তা শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার ঝড়বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আইপিএলে কোহলি বনাম শ্রেয়স, ফাইনালে কে উঠবেন

আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও শ্রেয়স আয়ারের পঞ্জাব কিংস। এই ম্যাচ যারা জিতবে তারা সরাসরি ফাইনালে উঠবে। যারা হারবে তাদের ফাইনালে ওঠার আরও একটা সুযোগ থাকবে। দু’দল এর আগে ফাইনালে উঠলেও এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি। এই ম্যাচের পর একটি দলের কাছে আবার সুযোগ আসবে আইপিএল জেতার। খেলা হবে পঞ্জাবের মুল্লানপুরে। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ফরাসি ওপেনে নামছেন সিনার, জ়েরেভ, গফ

আজ ফরাসি ওপেনে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের খেলা রয়েছে। নামছেন পুরুষদের শীর্ষবাছাই ইয়ানিক সিনার। তিনি মুখোমুখি রিচার্ড গাসকেটের। পুরুষদের তৃতীয় বাছাই জ়েরেভ খেলবেন জেসপার ডি জঙের বিরুদ্ধে। খেলতে নামবেন মহিলাদের দ্বিতীয় বাছাই কোকো গফও। তিনি মুখোমুখি হবেন টেরেজা ভ্যালেনতোভার। দুপুর আড়াইটে থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

News of the Day Narendra Modi SSC gaza Alipore Weather Office IPL Match
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy