দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
এসআইআর নিয়ে দলের করণীয় কী হবে সে ব্যাপারে সংগঠনে বার্তা দিতে আজ ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য, জেলা ও ব্লক স্তরের কয়েক হাজার নেতা ওই বৈঠকে যোগ দেবেন। দলকে অভিষেক কী বার্তা দেন সেই খবরে নজর থাকবে।
এশিয়া সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সেরে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া-সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা সেরেছেন। বৈঠক করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গেও। চিনের সঙ্গে সম্পর্ক মসৃণ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। আবার চিন এবং রাশিয়ার পরমাণু শক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মার্কিন যুদ্ধ দফতরকে পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করারও নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় ট্রাম্পের কূটনীতির কী প্রভাব পড়ে আন্তর্জাতিক পরিসরে, সে দিকে নজর থাকবে আজ।
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে আজ দ্বিতীয় ম্যাচ। ক্যানবেরায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে কী হবে? ভারতের কাছে প্রথম ম্যাচের ইতিবাচক দিক হল অধিনায়ক সূর্যকুমার যাদবের রানে ফেরা। সূর্যের ভারতের সঙ্গে মিচেল মার্শের অস্ট্রেলিয়ার লড়াই দুপুর ১:৪৫ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা জয়। মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত। রবিবার হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্ধানাদের ভারত ফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকার। লরা উলভার্টের দল সেমিফাইনালে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। রবিবারের ম্যাচের আগে ভারতীয় শিবিরের সব খবর।
গোয়ায় সুপার কাপে আজ কলকাতা ডার্বি। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। যারা জিতবে তারা সেমিফাইনালে চলে যাবে। তার আগে গুরুত্বপূর্ণ ডেম্পো বনাম চেন্নাইয়িন ম্যাচও। এই ম্যাচের উপরেও অনেক কিছু নির্ভর করছে। ডেম্পো-চেন্নাইয়িন ম্যাচ বিকেল ৪:৩০ থেকে। ডার্বি সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেল, স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।
ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশের প্রভাবে রাজ্যে বৃষ্টি হবে আরও দু'দিন। শুক্রবার উত্তরবঙ্গে প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এ ছাড়া, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
উৎসবের মরসুমের জন্য প্রায় এক মাস বন্ধ থাকার পরে শুক্রবার ফের শুরু হচ্ছে কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের টক টু মেয়র কর্মসূচি। কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচির মাধ্যমে শহরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার সাধারণ মানুষেরা সরাসরি নিজেদের অভিযোগ এবং সমস্যা জানাতে পারেন মেয়রকে। এই কর্মসূচির পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন ফিরহাদ। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।