হেলমেটহীন চালকের বেপরোয়া মোটরবাইক আটকাতে গিয়ে গুরুতর জখম হলেন এক পুলিশ অফিসার। জখম অফিসারের নাম দীপক বৈরাগ্য। তিনি জোড়াবাগান ট্র্যাফিক গার্ডে সার্জেন্ট হিসাবে কর্মরত। তাঁকে ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, তাঁর অবস্থা স্থিতিশীল।
ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে, গিরিশ পার্ক থানা এলাকার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের একটি বন্ধ সিনেমা হলের কাছে। অভিযুক্ত মোটরবাইকচালক পালিয়ে গেলেও বাইকটি আটক করেছে গিরিশ পার্ক থানার পুলিশ।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে গার্ডরেল দিয়ে রাস্তা আটকে নাকা তল্লাশি করছিলেন জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের আধিকারিকেরা। দীপক ছিলেন কিছুটা দূরে। তিনি দেখেন, এক বাইকচালক হেলমেট না পরেই ধর্মতলার দিকে যাচ্ছেন। প্রথমে তিনি বাইকটি না আটকে কয়েক মিটার দূরে থাকা নাকা তল্লাশির দলকে জানান। অভিযোগ, অভিযুক্ত চালক পুলিশকে দেখতে পেয়ে বাইক ঘুরিয়ে ফের ওই রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করেন। এক পুলিশকর্তা জানান, হেলমেটহীন বেপরোয়া চালককে ফিরে আসতে দেখে দীপক রাস্তার মাঝে গার্ডরেল দিয়ে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। অভিযোগ, বাইকটি এসেই সার্জেন্ট দীপককে ধাক্কা মারে। ছিটকে পড়েন ওই পুলিশ অফিসার। বাইকটি উল্টে গেলে চালক পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, দীপককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ডান পায়ে আঘাত লেগেছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হলেও রাত পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে মুচিপাড়া থানা এলাকার মৌলালি মোড়ের কাছে মত্ত চালকদের ধরতে নাকা তল্লাশি করছিলেন শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীরা। অভিযোগ, এক ব্যক্তি তখন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাঁকে দেখে পুলিশের সন্দেহ হয় যে, তিনি মত্ত অবস্থায় রয়েছেন। ওই গাড়িটি আটকালে অভিযুক্ত চালক পুলিশকর্মীদের সঙ্গে তর্ক জুড়ে দেন এবং কয়েক জনকে ডেকে আনেন। অভিযোগ, তাঁরা পুলিশকে নিগ্রহ করার পরে চালককে সেখান থেকে নিয়ে যান। গাড়িটি পুলিশ আটকে দেয়। শুক্রবার পুলিশ ওই গাড়ির সূত্রে তিন জনকে গ্রেফতার করে। তাঁদের আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)