Advertisement
২০ এপ্রিল ২০২৪
Uluberia

উলুবেড়িয়ায় রেলের ওভারব্রিজের কাজের জন্যে বাতিল দূরপাল্লার এবং লোকাল ট্রেন

উলুবেড়িয়ায় রেলের ওভারব্রিজের কাজের জন্যে বাতিল করা হল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন।

উলুবেড়িয়ায় রেলের ওভারব্রিজের কাজের জন্যে বাতিল করা হল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। নিজস্ব চিত্র

উলুবেড়িয়ায় রেলের ওভারব্রিজের কাজের জন্যে বাতিল করা হল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ২০:৩৫
Share: Save:

উলুবেড়িয়ায় রেলের ওভারব্রিজের কাজের জন্যে বাতিল করা হল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। আগামী ৬ থেকে ৭ জুলাইয়ের মধ্যে ওই ওভারব্রিজে গার্ডার লাগানোর কাজ চলবে। সে কারণেই ৯টি দূরপাল্লার ও ২৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। একই সঙ্গে কয়েকটি ট্রেন কম দূরত্বে চালানো এবং ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, শনিবার ৬ জুলাই রাত সাড়ে ১০টা থেকে কাজ ৭ জুলাই রবিবার পর্যন্ত কাজ চলবে। তার ফলে আগামী শুক্রবার ৫ জুলাইয়ের ডাউন তিরুচিরাপল্লি–হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পরের দিন শনিবার ৬ জুলাই বাতিল হয়েছে: রাঁচি–হাওড়া এক্সপ্রেস ও পুরী–সাঁতরাগাছি প্যাসেঞ্জার।

রবিবার বাতিল হয়েছে হাওড়া–রাঁচি এক্সপ্রেস, হাওড়া–দিঘা সুপারফাস্ট এসি এক্সপ্রেস, হাওড়া–তিরুচিরাপল্লি এক্সপ্রেস, হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, হাওড়া–পুরী প্যাসেঞ্জার ও হাওড়া–আদ্রা প্যাসেঞ্জার ট্রেন। শনি ও রবিবার বাতিল করা হয়েছে ২৮টি লোকাল ট্রেন। এ ছাড়়া শনিবারের তাম্রলিপ্ত এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস, ইস্টকোস্ট এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস-সহ ১২টি ট্রেন ছাড়ার সময় পরিবর্তন হয়েছে। কয়েকটি ট্রেনকে ঘুরপথে গন্তব্যে পাঠানো হবে।

আরও পড়ুন: মুর্শিদাবাদের মাদ্রাসায় জঙ্গি-দীক্ষা নিয়েছিল রহিম

আরও পড়ুন:শহিদ স্মরণেও ‘পাল্টা’ সভা, বিজেপিকে তোপ তৃণমূলের​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uluberia Railway Station Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE