কলকাতা শহর ও শহরতলি ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় বাস রুটের চরিত্রের বদল ঘটছে। বহু ক্ষেত্রেই প্রচলিত রুটে যাত্রী কমেছে। কিছু কিছু ক্ষেত্রে রুটের নির্দিষ্ট অংশে যাত্রীদের যাতায়াত বেড়েছে। এই পরিস্থিতিতে বাস ও পারমিটের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে বাসমালিকদের অনেকেই ক্ষতির আশঙ্কায় নতুন করে বাস নামাতে চাইছেন না। এ বার তাই বিভিন্ন রুটে চালু বাসের সংখ্যা খতিয়ে দেখার পাশাপাশি বাসের সংখ্যা বাড়াতে সেগুলির মাপ সামান্য অদলবদলের অনুমতি দিল পরিবহণ দফতর। গত ২৪ জুলাই জারি হওয়া নির্দেশিকা অনুসারে, যে সব রুটে মিনিবাস চলে, সেখানে বাসের মাপ কিছুটা বড় করতে পারবেন মালিকেরা। পাশাপাশি, জেলার যে সমস্ত রুটে সর্বাধিক ৫৫ আসনের বড় বাস চলে, সেখানে কিছুটা ছোট বাস চালানো যাবে।
তবে, যাত্রিবাহী বেসরকারি বাসের পারমিট দেওয়ার ক্ষেত্রে মূল নীতির পরিবর্তন হচ্ছে না। পর্যায়-নির্ভর যাত্রী পরিবহণের (স্টেজ ক্যারেজ) ক্ষেত্রে ন্যূনতম ২২ থেকে সর্বাধিক ৫৫ আসনের মধ্যেই বাসের মাপ সীমাবদ্ধ থাকবে। মিনিবাসের ক্ষেত্রে ২২ থেকে তা বাড়িয়ে ৩০ আসন করা হচ্ছে। এ ক্ষেত্রে স্পেশ্য়াল স্টেজ ক্যারেজের পারমিট দেওয়া হবে। তিরিশের বেশি এবং সর্বাধিক ৫৫ আসন বিশিষ্ট বাস স্টেজ ক্যারেজ পারমিট পাবে। এ জন্য গাড়ির হুইল বেস বা দু’টি চাকার মাঝের দূরত্ব ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে। তবে, সব ক্ষেত্রেই বাসের ভিতরে ছাদের উচ্চতা ছ’ফুট থাকতে হবে। যে সব রুটে পুরনো বাসের জায়গায় নতুন বাস নামছে, সেখানে মালিকেরা শর্তসাপেক্ষে পরিবর্তিত মাপের বাসের পারমিট চেয়ে আবেদন করতে পারবেন। তবে, রুটের অন্তত ২০ শতাংশ বাসমালিককে এই বদলের বিষয়ে একমত হতে হবে। এই ব্যবস্থায় বাসের কোনও এক দিকের আসন-বিন্যাসে ৩০ শতাংশের বেশি রদবদল করা যাবে না।
বাসমালিকেরা ব্যবসায় টিকে থাকার জন্য জ্বালানি-সাশ্রয়ী বাসের খোঁজ করছেন। সেখানে আসন-পিছু জ্বালানির খরচ এবং আয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাস সংস্থাগুলিও মালিকদের চাহিদা অনুযায়ী বাসের মডেলে বিভিন্ন বদল আনছে। বহু নতুন রুটে যানজট সামলে সরু রাস্তায় ছোটার উপযোগী বাস ব্যবসায়িক সাফল্যের প্রশ্নে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
পরিবহণ দফতরের নয়া নির্দেশিকা আসায় ফাঁকা হয়ে যাওয়া রুটগুলিতে নতুন বাস নামানোর ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন বাসমালিক সংগঠনের নেতৃত্ব। ‘অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি’র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘‘নতুন নির্দেশিকা রুটে বাসের সংখ্যা বাড়াতে সাহায্য করবে।’’
‘অল বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘আগের নির্দেশিকায় সামান্য বদল আনা হয়েছে। তাতে ছোট বাসের মালিকদের ব্যবসায়িক সুবিধা হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)