Advertisement
০৩ মে ২০২৪

Dilip Ghosh: মমতা সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, দিলীপের শাস্তির দাবিতে রাজভবন যাচ্ছে তৃণমূল

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। শাস্তির দাবিতে রাজভবন যাচ্ছে তৃণমূল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব তৃণমূল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব তৃণমূল। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৩:৩৩
Share: Save:

দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে এ বার রাজ্যপাল জগদীপ খনখড়ের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ তৃণমূলের আট সদস্যের প্রতিনিধিদল রাজভবনে যাচ্ছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি, এমনটাই অভিযোগ তৃণমূলের। তাঁর সেই মন্তব্যের প্রতিবাদেই তৃণমূল নেতৃত্ব রাজ্যপালের দ্বারস্থ হবেন। আট সদস্যের প্রতিনিধিদল পাঠানো হচ্ছে রাজ্যপালের কাছে। এই প্রতিনিধি দলের থাকবেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়,বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার,শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী শিশু সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, বিধানসভার উপমুখ্যসচেতক তাপস রায়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ,সাংসদ সাজদা আহমেদ, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।

সোমবার কলকাতার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এক বক্তব্য প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে দিলীপ এই অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন কাকলি। বুধবার এ প্রসঙ্গে টুইট করে প্রতিবাদ জানান অভিষেক। টুইটে তিনি লেখেন, ‘আপত্তিজনক! প্রধানমন্ত্রীর এ বার উচিত এমন আলগা মন্তব্য করা ব্যক্তিদের গ্রেফতার করা। বিজেপি নেতারা কীভাবে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এমন কথা বলতে পারেন?’ তিনি আরও লিখেছেন, ‘রাজনীতিতে দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা লাগাতার কদর্য মন্তব্য করেই চলেছেন।’

দিলীপের মন্তব্যের ভিডিয়ো রাজ্যপালের হাতে তুলে দেওয়া হতে পারে বলেই সূত্রের খবর। গত ২৮ জুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবি নিয়েও রাজ্যপালের কাছে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE