সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এমনটাই অভিযোগ করে তাঁর শাস্তির দাবি তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার কলকাতার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এক বক্তব্য প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে দিলীপ এই অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বুধবার এ প্রসঙ্গে টুইট করে প্রতিবাদ জানান অভিষেক। টুইটে তিনি লেখেন, ‘আপত্তিকর! প্রধানমন্ত্রীর এ বার উচিত এমন আলগা মন্তব্য করা ব্যক্তিদের গ্রেফতার করা। বিজেপি নেতারা কীভাবে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এমন কথা বলতে পারেন?’ তিনি আরও লিখেছেন, ‘রাজনীতিতে দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা লাগাতার কদর্য মন্তব্য করেই চলেছেন।’