Advertisement
০২ মে ২০২৪

শিউলির চিঠি

দলছুট হয়ে ভাল লাগছে না। তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে থাকতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন হলদিয়ার বিধায়ক শিউলি সাহা। কিছু দিন ধরেই মুকুল রায়ের সঙ্গে শিউলিও শাসক দলের ‘বিক্ষুব্ধ’ মুখ। নিজাম প্যালেসে সম্প্রতি মুকুলের নেতৃত্বাধীন একটি সামাজিক সংগঠনের ইফতারে যোগ দেওয়ার পর দিনই সাসপেন্ড করা হয় দুই বিধায়ক শিউলি ও শীলভদ্র দত্তকে। শাস্তির পরে দু’জনেই প্রশ্ন তুলেছিলেন, সংখ্যালঘুদের অনুষ্ঠানে যাওয়া কি অপরাধ? তার পরেও শিউলি কেন তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে অনুতাপ জানালেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে শাসক শিবিরে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০৩:১৪
Share: Save:

দলছুট হয়ে ভাল লাগছে না। তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে থাকতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন হলদিয়ার বিধায়ক শিউলি সাহা। কিছু দিন ধরেই মুকুল রায়ের সঙ্গে শিউলিও শাসক দলের ‘বিক্ষুব্ধ’ মুখ। নিজাম প্যালেসে সম্প্রতি মুকুলের নেতৃত্বাধীন একটি সামাজিক সংগঠনের ইফতারে যোগ দেওয়ার পর দিনই সাসপেন্ড করা হয় দুই বিধায়ক শিউলি ও শীলভদ্র দত্তকে। শাস্তির পরে দু’জনেই প্রশ্ন তুলেছিলেন, সংখ্যালঘুদের অনুষ্ঠানে যাওয়া কি অপরাধ? তার পরেও শিউলি কেন তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে অনুতাপ জানালেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে শাসক শিবিরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trinamool Mamata Banerjee Seuli Saha Haldia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE