Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দোলার বিরুদ্ধে মুখ খুললেন শোভনদেব

তাঁরা দু’জনেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা-নেত্রী। দু’জনের দ্বন্দ্বও অনেক দিনের। এ বার তৃণমূলের সাংসদ তথা শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনের পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন আইএনটিটিইউসির নেতা ও বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়। সরাসরি দোলার নাম করে কিছু বলেননি শোভনদেববাবু। অবশ্য তাঁর মন্তব্য নিয়ে নতুন করে শাসক দলে গুঞ্জন শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০৩:২৯
Share: Save:

তাঁরা দু’জনেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা-নেত্রী। দু’জনের দ্বন্দ্বও অনেক দিনের। এ বার তৃণমূলের সাংসদ তথা শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনের পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন আইএনটিটিইউসির নেতা ও বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়। সরাসরি দোলার নাম করে কিছু বলেননি শোভনদেববাবু। অবশ্য তাঁর মন্তব্য নিয়ে নতুন করে শাসক দলে গুঞ্জন শুরু হয়েছে।

বাগুইআটির চিনার পার্কে ট্র্যাফিক আইন ভাঙা নিয়ে শুক্রবার এক গ্রিন পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দোলার বিরুদ্ধে। শনিবার এই বিষয়ে শোভনদেববাবুকে প্রশ্ন করায় তিনি বলেন, ‘‘আমরা জনপ্রতিনিধি। মানুষই আমাদের নির্বাচিত করেছে। আমরা যেন মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে না যাই।’’ একই সঙ্গে তিনি দোলাদেবীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন। তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দোলার বিরুদ্ধে অভিযোগকে গুরুত্ব দেননি। দলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী দোলা-প্রসঙ্গে এ দিন কোনও মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trinamool Sovandeb Dola Sen INTTUC Baguiati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE