Advertisement
১১ সেপ্টেম্বর ২০২৪

তামাঙ্গ খুনে দ্রুত বিচার চায় তৃণমূল

মদন তামাঙ্গ হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে শনিবার দার্জিলিঙে মিছিল করল তৃণমূল। আজ, রবিবার কার্শিয়াঙে, কাল সোমবার কালিম্পঙেও একই দাবিতে মিছিল হওয়ার কথা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

কিশোর সাহা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ০৩:২৪
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরের প্রাক্কালে আন্দোলনের ফতোয়া দিয়ে পুলিশ-প্রশাসনের উপরে কিছুটা হলেও চাপ বাড়িয়েছেন বিমল গুরুঙ্গ। তাই অশান্তি রুখতে প্রশাসন কড়া পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তেমনই রাজনৈতিক ভাবেও গুরুঙ্গদের উপরে চাপ বাড়াতে পাহাড়ের পথে নেমে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল।

মদন তামাঙ্গ হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে শনিবার দার্জিলিঙে মিছিল করল তৃণমূল। আজ, রবিবার কার্শিয়াঙে, কাল সোমবার কালিম্পঙেও একই দাবিতে মিছিল হওয়ার কথা। দিল্লি ও কলকাতায় সিবিআইয়ের হাতে থাকা এই মামলার দ্রুত বিচার শুরুর দাবি জানানোরও প্রস্তুতি নিচ্ছেন দার্জিলিঙের কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব। তৃণমূলের পাহাড়ের মুখপাত্র বিন্নি শর্মা বলেন, ‘‘পাহাড়ের বিশিষ্ট নেতা ছিলেন মদন তামাঙ্গ। তাঁর খুনের পরে ৮ বছর কেটে গেল। মামলার চার্জশিট হয়ে গিয়েছে। তবু বিচার শুরু হতে দেরি হচ্ছে বলে দার্জিলিং পাহাড়ের মানুষেরা উদ্বিগ্ন।’’

রাজ্যের প্রস্তাবিত তিন ভাষা নীতির বিরোধিতায় মোর্চা ইতিমধ্যেই দু’দিন স্কুল-কলেজে বন্‌ধ করেছে। আগামী ৮ জুন অবধি পাহাড়ে কালো পতাকা টাঙিয়ে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এমনকী, আন্দোলনে বাধা পেলে কিংবা বন্‌ধের জন্য যে সব স্কুল-কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে, তাঁদের গ্রেফতার করা হলে প্রয়োজনে পাহাড় অচলের হুমকিও দিয়েছেন গুরুঙ্গ।

কিন্তু, মদন তামাঙ্গ হত্যা মামলার বিচার দ্রুত শুরুর দাবিতে পাহাড়ে জনমত ক্রমশ দানা বাঁধলে কী হবে, সেই প্রশ্নে মোর্চা নেতারা অনেকেই চিন্তিত। কারণ, কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছে, মামলার বিচার শুরু হলে অভিযুক্ত বিমল গুরুঙ্গ, রোশন গিরি, বিনয় তামাঙ্গের মতো ১৭ জন নেতাকে কলকাতায় থাকতে হবে। তখন দার্জিলিঙে যাওয়ার প্রয়োজন হলে হাইকোর্টের অনুমতি নিতে হবে। তাই মোর্চার এক নেতা একান্তে জানান, ভাষা শিক্ষা নিয়ে নতুন বিল আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হতে পারে। তা জেনেও কেন এত আগে আন্দোলনে নামা হলো, ভেবে দেখতে হচ্ছে।

মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি অবশ্য বলেন, ‘‘আমরা কোনও বন্‌ধের হুমকি দিইনি। পর্যটন মরসুমে পাহাড়ে অনেক পর্যটক আছেন। সেটাও আমাদের মাথায় আছে। দলের সবাইকে প্ররোচনায় পা দিতে নিষেধ করা হয়েছে।’’ আর মদন তামাঙ্গ হত্যা মামলা নিয়ে তৃণমূলের আন্দোলন? ‘বিষয়টি বিচারাধীন’ বলে মোর্চা নেতারা প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE