Advertisement
১১ মে ২০২৪
Babul Supriyo

Babul Supriyo: ফের লোকসভা ভোটে লড়বেন! বাবুলের টুইট নিয়ে জোর জল্পনা

সোমবার সকালে বাবুল নিজেই টুইট করে জানান, মঙ্গলবার স্পিকার তাঁকে সময় দিয়েছেন।

আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।

আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ০৬:৩০
Share: Save:

অবশেষে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার সময় পেলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। মূলত সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্যই বিড়লার কাছে সময় চেয়েছিলেন তিনি।

অগস্টে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল বাবুলকে। তার মাস খানেকের মধ্যে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এর পরে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বিড়লার কাছে একাধিক বার আবেদন জানান তিনি। কিন্তু নানা কারণে সেই সাক্ষাৎ হয়ে ওঠেনি। যা নিয়ে নানা জল্পনাও ছড়ায়। অবশেষে সোমবার সকালে বাবুল নিজেই টুইট করে জানান, আগামিকাল, মঙ্গলবার স্পিকার তাঁকে সময় দিয়েছেন। তাঁর কাছেই তিনি আনুষ্ঠানিক ভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। আগামিকাল বেলা এগারোটায় স্পিকারের বাড়িতে গিয়ে দেখা করবেন বাবুল।

তৃণমূলে যোগ দিলেও বাবুলের পরবর্তী পদক্ষেপে কী হবে, করবেন তা এখনও খোলসা করেননি তিনি। কিন্তু টুইটে বাবুল লিখেছেন, ‘‘আমার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে, তা হলে আবার জিতব।’’ যা দেখে রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন, আগামী দিনে কি তা হলে লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জল্পনা উস্কে দিলেন তিনি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babul Supriyo MP loksabha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE