নবান্ন অভিযানের দিন হাওড়ার মল্লিকফটকে বেআইনি জমায়েত, ভাঙচুর ও পুলিশকে গালিগালাজের অভিযোগে আসানসোল থেকে বিজেপির যুব মোর্চার দুই পদাধিকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম অভীককুমার মণ্ডল ও মনোরঞ্জন ঘোষ। সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়। পরে আসানসোলের পঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ সোমবার দুপুরে ওই দু’জনকে আটক করে। রাতে হাওড়া থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে নিয়ে আসে। মঙ্গলবার ধৃতদের আদালতে হাজির করানো হয়।
তাঁর বিধানসভা কেন্দ্র থেকে দলের দুই নেতাকে গ্রেফতার করায় এ দিন হাওড়া আদালতে যান আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘‘আমরা অবশ্যই মামলা লড়ব। আমরা মানুষের জন্য কথা বলতে পথে নেমেছি। এ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর অম্বেডকরের প্রতিষ্ঠিত গণতন্ত্র শেষ করে দিয়েছেন। মানুষের কথা বলার অধিকারও কেড়ে নিতে চাইছেন।’’
ধৃতদের এ দিন এজলাসে তোলা হলে বিচারক তাঁদের জামিনের আবেদন খারিজ করে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আগামী কাল, বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)