ভারী বৃষ্টির জের। পূর্ব বর্ধমানের জামালপুরে মাটির দেড় তলা বাড়ি ভেঙে মৃত্যু হল প্রৌঢ় দম্পতির। মৃতদের নাম মহম্মদ ইউনুস মল্লিক (৫৭) এবং রিজিয়া বেগম মল্লিক (৫৩)।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতের মাঠ নসিপুর গ্রামের প্রৌঢ় মহম্মদ ইউনুস মল্লিকের মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থায় তিনি এবং তাঁর স্ত্রী ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। পাড়াপড়শিরা বাড়ি ভেঙে পড়ার শব্দ শুনে ছুটে যান। কিন্তু কোনও ভাবে তাঁদের উদ্ধার করতে পারেননি। শেষে জেসিবি ডাকা হয়। জেসিবির মাধ্যমে ধ্বংসস্তূপ সরিয়ে দু’টি দেহ উদ্ধার করা হয়। জামালপুর ব্লক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য দু’টি দেহ বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই প্রৌঢ় দম্পতির দুই পুত্র পাশেই পাকাবাড়িতে থাকেন। দম্পতির এক নাতি প্রায়ই মাটির বাড়িতে তাঁদের সঙ্গে থাকত। তবে সোমবার রাতে সে পাকাবাড়িতেই থেকে যায়। স্থানীয় বাসিন্দা হাফিজুল রহমান মল্লিক এই ঘটনা প্রসঙ্গে বলেন, “লাগাতার ভারী বৃষ্টির জন্যই দেড়তলা ওই মাটির বাড়ি ভেঙে পড়েছে। আমরা ছুটে গিয়ে দু’জনকে উদ্ধার করার চেষ্টা করলেও কিছুই করতে পারিনি। জেসিবি মেশিন এনে মাটি সরিয়ে দেহ দু’টি উদ্ধার করা হয়।”