উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যরাকপুর থেকে নিখোঁজ দুই তরুণীকে বেহুঁশ অবস্থায় পাওয়া গেল দার্জিলিঙের হোটেলে। পুলিশের সন্দেহ, ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। বৃহস্পতিবার সন্ধের ঘটনা।
পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে নিউ ব্যারাকপুর থানায় কোদালিয়ার বাসিন্দা ওই দুই তরুণীর পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। দার্জিলিঙের পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, ‘‘দুই তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে একটি এনজিওর মাধ্যমে তাঁদের শিলিগুড়িতে পাঠানো হয়েছে।’’
পুলিশ ও এনজিও সূত্রে জানা গিয়েছে, ওই দুই তরুণীর বয়স ২৫ ও ১৭ বছর। বৃহস্পতিবার সকালেই
তাঁরা দার্জিলিং সদরের ওই হোটেলটিতে উঠেছিলেন। সন্ধেয় হোটেলের রুম সার্ভিসের এক কর্মী তাঁদের চা দিতে গিয়ে দেখেন, এক জন বিছানায় ও এক জন মেঝেতে পড়ে রয়েছেন। তিনি হোটেলের ম্যানেজারকে খবর দিলে তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাঁদের দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করান ও একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দায়িত্ব দেন তাঁদের চিকিৎসার বিষয়টি দেখার জন্য।
পুলিশ জানতে পেরেছে, দু’জনেই বাড়ি থেকে পালিয়ে এসেছেন। তাঁদের নামে সংশ্লিষ্ট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে। পরে অবস্থা গুরুতর দেখে দু’জনকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রাতেই নিয়ে যাওয়া হয়। ওই এনজিও-র কর্মী বিশাল গণ বলেন, ‘‘ওই দু’জনে মিলে মোট ৬৮টি ঘুমের বড়ি খেয়েছেন। ২৫ বছরের তরুণী বিপন্মুক্ত বলে জানালেও অপরজনের অবস্থা এখনও স্থিতিশীল নয়।
শুক্রবার বিকেলে দুই তরুণীর বাড়ির লোক জন শিলিগুড়িতে পৌঁছাছেন। দু’জনই সরোজিনী নাইডু কলেজের ছাত্রী। ২১ তারিখ থেকে তাঁদের পাওয়া যাচ্ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই দুই তরুণীর ঘনিষ্ঠতা আত্মীয়রা মেনে নেননি। সে কারণেই তাঁরা বাড়ি থেকে পালিয়েছিল।