হোটেলের বন্ধ ঘর থেকে এক যুবক-যুবতীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল পুলিশ। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার একটি হোটেল থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে।
হোটেল সূত্রে জানা গিয়েছে, ওই দুই আবাসিক পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। দম্পতি পরিচয় দিয়ে শুক্রবার সকালে তাঁরা ওই হোটেলে উঠেছিলেন। মেদিনীপুরের লক্ষণচক এলাকার বসিন্দা। নাম সরস্বতী মাইতি এবং প্রীতম প্রামাণিক।
হোটেলের ১০১ নম্বর রুমে ছিলেন তাঁরা। শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ওই ঘর পরিষ্কার করতে গিয়ে হোটেলকর্মীরা দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও তাঁদের সাড়া না পেয়ে গোলাবাড়ি থানায় খবর দেওয়া হয়। দুপুরে পুলিশ ওই ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। অচৈতন্য অবস্থায় সেখান দু’জনকে ঘরের বিছানা থেকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে।