হুগলির উত্তরপাড়ার কোতরং পুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নবীন কৃষ্ণ বাবু লেনে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার স্থানীয় বাসিন্দারা বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেন। ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মৌসুমি বিশ্বাস জানিয়েছিলেন, প্রায় প্রতি বাড়িতে করোনা আক্রান্ত রয়েছেন। কয়েক জন মারাও গিয়েছে। তাই রাস্তায় ব্যারিকেড দেওয়া ছাড়া কোনও উপায় ছিল না।
সূত্রের খবর, বাঁশ দিয়ে রাস্তা আটকানোর জন্য পুরসভা বা স্থানীয় প্রশাসনের কোনও অনুমতি নেওয়া হয়নি। সংক্রমণ বাড়লেও এখনও কনটেনমেন্ট জোন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন উত্তরপাড়ার পুর প্রশাসক শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বুধবার ওই এলাকায় বাঁশের ব্যারিকেড দেওয়ার খবর পাই। শ্রীরামপুর মহকুমা প্রশাসন থেকে জানানো হয় বিষয়টি। রাতে লোকজন না থাকায় ব্যারিকেড সরানো যায়নি। বৃহস্পতিবার সকালে পুরসভার লোক নিয়ে গিয়ে ব্যারিকেড সরানো হয়।’’