শ্রম-কোড বাতিল, অসংগঠিত ক্ষেত্রের জন্য ন্যূনতম বেতন, সবাইকে সামাজিক সুরক্ষা দেওয়া-সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার কলকাতা পুরসভার কাছে কেন্দ্রীয় সমাবেশ করল আরএসপি-র শ্রমিক সংগঠন ইউটিইউসি। চা-বাগান, চটকল, বিড়ি, ইঞ্জিনিয়ারিং, অসংগঠিত-সহ নানা ক্ষেত্রের শ্রমিকদের নিয়ে ছিল সমাবেশ। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক অশোক ঘোষ কাশ্মীরে জঙ্গি-হানার তীব্র নিন্দার পাশাপাশি নিরাপত্তায় ‘গাফিলতি’র অভিযোগ করে তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন। বিভাজনের বিরুদ্ধে শ্রমিক ঐক্য গড়ে তোলার ডাকও দিয়েছেন সংগঠনের নেতৃত্ব। ছিলেন সংগঠনের নেতা নির্মল দাস, প্রাক্তন সাংসদ মনোহর তিরকি, রাজ্য সম্পাদক দীপক সাহা, মুজিবুর রহমান, মিলি ওরাওঁ, দীপক দাস প্রমুখ। সংগঠনের প্রতিনিধিদল শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে দাবিপত্র দিয়েছে। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি আগামী ২০ মে দেশ জুড়ে যে ধর্মঘটের ডাক দিয়েছে, তা-ও সফল করার আহ্বান জানিয়েছেন ইউটিইউসি নেতৃত্ব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)